নয়াদিল্লি: গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার কারণে বন্ধ থাকবে SBI-এর 'Online পরিষেবা'। টানা তিন ঘণ্টা অনলাইনে লেনদেন বন্ধ রাখতে হবে গ্রাহকদের। ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে State Bank Of India।


দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ থেকে রাত ১টা ৩৫ পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো অ্যাপ(yono app), ইয়োনো লাইট(yono sbi lite), ইয়োনো বিজনেস (Yono Business), আইএমপিএস(IMPS),ইউপিআই(UPI) পরিষেবা বন্ধ রাখা হবে। রক্ষণাবেক্ষণের কারণেই এই সময় নিয়ে নিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই কারণে গ্রাহকদের আগেই কাজ সেরে রাখতে বলেছে ব্যাঙ্ক।



তবে এই প্রথমবার নয়।গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কের নানা বিষয়ে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সম্প্রতি গ্রাহকদের প্রতারকদের থেকে রক্ষা করতে পাসওয়ার্ডের পাঠ শিখিয়েছে State Bank Of India। গ্রাহক সুরক্ষায় দুর্ভেদ্য পাসওয়ার্ডের ৮ উপায় সামনে এনেছে (SBI)।সাইবার ক্রাইম থেকে গ্রাহকদের লেনদেন সুরক্ষিত করতেই এই পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক।সম্প্রতি ট্যুইটারে দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে শেয়ার করা হয়েছে এই গাইডলাইন। নীচে দেওয়া রইল সুরক্ষিত পাসওয়ার্ডের সেই ৮ উপায়।


পাসওয়ার্ডে আপার ও লোয়ারকেস লেটার ব্যবহার করা উচিত গ্রাহকদের। যেমন-aBjsE7uG
পাসওয়ার্ডে তৈরির ক্ষেত্রে নম্বরও সিম্বল ব্যবহার করা উচিত ইউজারদের। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-AbjsE7uG61!@
কমপক্ষে ৮টা ক্যারেকটার ব্যবহার করা উচিত পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে। যেমন-aBjsE7uG
সাধারণ ডিকশনারির বাক্য ব্যবহার করা উচিত নয় পাসওয়ার্ডে। যেমন বলা যেতে পারে এই ধরনের সাধারণ বাক্যগুলিকে- itislocked ও thisismypassword 
স্মরণীর কিবোর্ড পাসওয়ার্ড ছেড়ে পাসওয়ার্ডে ইমোটিকনস ব্যবহার করা উচিত। যেমন- এগুলো "qwerty" অথবা "asdfg" ছেড়ে ":)", ":/" এই চিহ্ণগুলো ব্যবহার করুন।
কখনোই ১২৩৪৫৬৭৮ অথবা abcdefg পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।
ভুল করেও এই ধরনের পাসওয়ার্ড দেবেন না। যেমন- DOORBELL - DOOR8377। এতে চতুর হতে গিয়ে ফতুর হতে হবে আপনাকে।
কখনোই পাসওয়ার্ডের মধ্যে পরিবার বা জন্মের সাল , তারিখ উল্লেখ করবেন না। যেমন-Ramesh@1967।


আরও পড়ুন: SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম


আরও পড়ুন : ATM withdrawal limit: কোন ATM - এ দৈনিক তুলতে পারবেন কত টাকা