নয়াদিল্লি: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রতি ব্যাঙ্কের রয়েছে আলাদা নিয়ম। সাধারণ ডেবিট কার্ডের পাশাপাশি গ্রাহকদের প্রিমিয়াম কার্ডের সুবিধা দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশি সুবিধা দিচ্ছে কোন ব্যাঙ্ক ?


State Bank of India (SBI)


দেশের এই বৃহত্তম ব্যাঙ্ককে ঘিরে রয়েছে বিশাল গ্রাহকের নেটওয়ার্ক। গ্রাহকদের সুবিধায় অন্য ব্যাঙ্কের মতো এটিএম কার্ড দিয়ে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে নিয়ম মেনে একদিনে এটিএম থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা তুলতে পারবেন গ্রাহক। ন্যূনতম টাকা তোলার সীমা ১০০। অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কগুলির ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম।


ICICI Bank
প্ল্যাটিনাম চিপ ডেবিট কার্ড থাকলে দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক। ব্যাঙ্কের ওয়েবসাইট আরও জানাচ্ছে, ভিসা সিগনেচার ডেবিট কার্ড থাকলে এই টাকা তোলার অঙ্ক বেড়ে দাঁড়াবে ১.৫ লক্ষ। এ বিষয়ে যাবতীয় তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।  


Punjab National Bank


প্ল্যাটিনাম ও রুপে ডেবিট কার্ডের মাধ্যমে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহক। তবে ক্লাসিক রুপে ডেবিট কার্ড ও মাস্টার ডেবিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা যাবে। এ বিষয়ে বিশদে তথ্য দেওয়া রয়েছে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে। 


HDFC Bank


ব্যাঙ্কের প্ল্যাটিনাম চিপ ডেবিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১লক্ষ টাকা তুলতে পারবেন গ্রাহক।তথ্য বলছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটেই রয়েছে এটিএম থেকে টাকা তোলার সীমা।


এটিএম থেকে টাকা তুললে কত চার্জ নেয় ব্যাঙ্কগুলি ?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করলেই ব্যাঙ্কগুলি চার্জ কাটতে পারে। আরবিআই-এর নিয়ম বলছে,  নিজের ব্যাঙ্কের এটিএম-এ সর্বোচ্চ ৫ বার লেনদেন করতে পারবেন গ্রাহক। শহরের মধ্যে অন্য ব্যাঙ্কের এটিএম-এ তিনবার লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে গ্রাহককে। ছোট শহরে এই পরিষেবা সর্বোচ্চ পাঁচ বার পাওয়া যাবে। পাঁচবারের বেশি এটিএম-এ লেনদেন হলে প্রতি লেনদেনে ২০ টাকা করে কাটবে ব্যাঙ্ক।