কলকাতা:  রাজ্যে আজ ফের  কেন্দ্রীয় প্রতিনিধি দল। দু’দিনের রাজ্য সফরে জাতীয় তফশিলি কমিশনের প্রতিনিধি দল। রাজ্যে দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা চলছে বলে অভিযোগ। এই অভিযোগ খতিয়ে দেখতে আসছে জাতীয় তফশিলি কমিশনের প্রতিনিধি দল। জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা প্রতিনিধি দলে রয়েছেন। ভাইস চেয়ারম্যান অরুণ হালদারও রয়েছেন প্রতিনিধি দলে।আজ পূর্ব বর্ধমানে যাচ্ছে প্রতিনিধিদল।আগামীকাল প্রতিনিধি দল যাবে দক্ষিণ ২৪ পরগনায়।


এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় তফশিলি কমিশনকে সফর বাতিল করতে বলা হয়েছিল। করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও প্রোটোকলের উল্লেখ করে সরকার সফর বাতিল করতে বলেছিল। কিন্তু রাজ্যের এই আপত্তি সত্ত্বেও সফরে আসছে প্রতিনিধি দল। 
গত মঙ্গলবারই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে যে, ৮ মে-র পর ভোট-পরবর্তী কোনও হিংসার ঘটনা ঘটেনি। যদিও জাতীয় তফশিলি কমিশনের দাবি,গত ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর   রাজ্যে দলিতদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ও চিঠি আসছে। 


তফশিলিদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রক্ষাকবচ দিতে তৈরি জাতীয় তফশিলি কমিশন একটি সাংবিধানিক সংস্থা।  রাজ্যে ভোট-পরবর্তী  অশান্তির অভিযোগের তদন্তে রাজ্যে ইতিমধ্যেই এসেছে কেন্দ্রের একাধিক সংস্থার প্রতিনিধি দল বা চিঠি পাঠিয়েছে। সেই তালিকায় এবার যোগ হচ্ছে জাতীয় তফশিলি কমিশন। 



উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থেকে গিয়েছে। 


এদিকে, হিংসা পরিস্থিতি দেখতে আজ শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ঘটনা গিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত বেঁধেছে।  বারবার অনুরোধ অগ্রাহ্য- করথেন, প্রথা ভেঙে দুর্ভাগ্যজনক সফর। এ কথা উল্লেখ করে কড়া চিঠি দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।   পাল্টা ধনকড় বলেছেন আইনের শাসন থেকে সরে যাচ্ছে সরকার। 


ভোটের ফল প্রকাশের পর বিজেপি তাদের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দেয় রাজ্যকে। রাজ্য সফরে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলও।