নয়াদিল্লি: চাকরিবাকরি ও শিক্ষায় মারাঠিদের জন্য় সংরক্ষণ অনুমোদন করে ২০১৮য় চালু মহারাষ্ট্রের আইনের রূপায়ণে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, তাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে। বুধবার বিচারপতি এল এন রাওকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ সেই পিটিশনগুলি শীর্ষ আদালতের বৃহত্তর বেঞ্চে রেফার করেছে। সেই বেঞ্চ গঠন করবেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে।
যদিও আজ সর্বোচ্চ আদালতের বেঞ্চ এও বলেছে, যাঁরা ইতিমধ্যেই ২০১৮ সালের আইনের সুবিধা নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই স্থগিতাদেশের কোনও প্রভাব পড়বে না। সামাজিক ও শিক্ষাগত ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় (এসইবিসি) আইন, ২০১৮ কার্যকর হয়েছিল মহারাষ্ট্রে কর্মসংস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণের সুবিধা দিতে। গত বছরের জুনে বম্বে হাইকোর্ট এই আইনের বৈধতা বহাল রাখে, তবে এও জানায়, ১৬ শতাংশ সংরক্ষণ ন্যয়সঙ্গত, যুক্তিগ্রাহ্য নয়, বলে, কর্মসংস্থানের ক্ষেত্রে সংরক্ষণের ঊর্ধ্বসীমা হবে ১২ শতাংশ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বেলায় ১৩ শতাংশের বেশি সংরক্ষণ চলবে না।