নয়াদিল্লি: অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ারের দায়ের করা আবেদনের ভিত্তিতে বুধবার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
সম্প্রতি, একটি মালায়লী ছবির গানের একটি দৃশ্যে ‘চোখ মারতে’ দেখা যায় প্রিয়াকে। ওই একটি দৃশ্য তাঁকে দেশব্যাপী খ্যাতি এনে দেয়। ইন্টারনেটে সেনসেশন হয়ে পড়েন এই অষ্টাদশী।
যদিও, ওই গানের জন্যই বিতর্কেও জড়ায় প্রিয়ার নাম। অভিযোগ ওঠে, ওই গানের কথা ‘আপত্তিকর’ এবং তা একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদের ফলকনামা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করাও হয়েছে। একইভাবে, মুম্বইতেও পুলিশের কাছে ওই ভিডিওটির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রিয়া। তাঁর আবেদন, এই অভিযোগ বা একই অভিযোগের ভিত্তিতে কোনও রাজ্যে যেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরু না হয়।
আবেদনে প্রিয়া দাবি করেন, যে গান ও তার কথা নিয়ে এত বিতর্ক, তা কেরলের মালাবার অঞ্চলের একটি জনপ্রিয় মাপিলা লোকগীতির থেকে নেওয়া।
তাঁর আরও দাবি, কেরলে প্রায় এক কোটির বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ গানটিকে ভীষণই পছন্দ করেছেন। ফলে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার বিষয়টি একেবারেই ভিত্তিহীন। তিনি যোগ করেন, যারা মালায়লাম ভাষা বোঝেন না, তারাই এই গান নিয়ে আপত্তি তুলছে।
এদিন অভিনেত্রীর আইনজীবী হরিশ বেরান আবেদনের দ্রুত শুনানির আর্জি জানালে, আদালত বুধবার সময় নির্ধারিত করে।