উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায়, ও বিজেন্দ্র সিংহ, অযোধ্যা: সময় যত এগিয়ে আসছে, তত চড়ছে উৎসাহ-উদ্দীপনার পারদ। আগামীকাল অযোধ্যার (Ayodhya Ram Mandir) Iরামমন্দির উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কী ভাবে তৈরি হয়েছে অনুষ্ঠানের সূচি? একঝলকে দেখে নেওয়া যাক?


প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে...



  • সোমবার, বেলা ১২টা ২০ মিনিটে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে। ৮ হাজার আমন্ত্রিতের সামনে এই অনুষ্ঠানটি হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে হাজির থাকার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সরসঙ্ঘচালক মোহন ভাগবতের।  

  • এই অনুষ্ঠান বেলা ১টা পর্যন্ত চলার কথা। তবে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সমস্ত আচার গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। 

  • মূল যে দু'জন যজমানের নামে সমস্ত প্রার্থনা হবে, তাঁরা শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এবং তাঁর স্ত্রী উষা মিশ্র। 

  • বৈচিত্র্যের সমাহার থাকবে এই অনুষ্ঠানে, জানানো হয় ট্রাস্টের তরফে। সকলকে নিয়ে চলার যে ঐতিহ্য, আদিবাসীদের প্রতিনিধিত্ব--সব কিছুই তুলে ধরার চেষ্টা হবে। 

  • অনুষ্ঠান শেষে আমন্ত্রিতদের সকলের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী মোদি। তবে এঁদের হাতেগোনা কয়েকজনকেই মন্দিরের গর্ভগৃহে  ঢুকতে দেওয়া হবে।


প্রধানমন্ত্রীর সূচি...
আগামীকাল সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানবন্দরে নামার পর হেলিপ্যাডে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ৫৫ মিনিটে তাঁর রাম জন্মভূমিতে পৌঁছনোর কথা। বেলা ১২টা ৫ মিনিট থেকে বেলা ১২টা ৫৫ মিনিটের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে। বেলা ১২ টা ৫৫ মিনিটেই পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। ১টা নাগাদ অযোধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর ১-দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। এর পর, বেলা ২টো ১০ মিনিটে কুবের টিলায় পৌঁছবেন। কুবের টিলায় রয়েছে জটায়ুর মন্দির। অযোধ্যা যাওয়ার আগে, আজ, রবিবার, তামিলনাড়ুর ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই' পরিদর্শনে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুদের বিশ্বাস, এখান থেকে রামসেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখানেই লঙ্কেশ্বর রাবণকে হারানোর পণ করেন রামচন্দ্র, এমনও বিশ্বাস বহু মানুষের। সেই 'আরিচল মুনাই'-র সৈকতে দাঁড়িয়ে ফুল দিয়ে অর্চনা করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রাণায়ামও করেন তিনি। পরে রবিবারের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'X'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী। 


আরও পড়ুন:অযোধ্যা রাম মন্দিরে প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি