নয়াদিল্লি : প্রায় ২ বছর পরে দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে যাত্রীদের আন্তর্জাতিক বিমান পরিষেবা (commercial international passenger flights)। আগামী ২৭ মার্চ থেকে ফের স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। করোনা বিধি (Covid Regulations) মেনে আন্তর্জাতিক উড়ানে অনুমতি কেন্দ্রীয় সরকারের (Central Government)। করোনার জন্য ২৩ মার্চ থেকে বন্ধ ছিল স্বাভাবিক আন্তর্জাতিক উড়ান। মাঝে এয়ার বাবল (air bubble) চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে বিশ্বের ৫০টি দেশের বিমান পরিষেবা চালু ছিল। করোনার দাপট ভারত তথা বিশ্বজুড়ে ক্রমশ ফিকে হওয়ার পর থেকেই ক্রমশ ধীরে ধীরে শিথীল করা হচ্ছিল একাধিক নিয়ম। এবার পুরোপুরি তা আগের চেনা ছন্দে ফিরছে।
করোনার দাপট ভারত তথা বিশ্বজুড়ে ক্রমশ ফিকে হওয়ার পর থেকেই ক্রমশ ধীরে ধীরে শিথীল করা হচ্ছিল একাধিক নিয়ম। এবার পুরোদস্থুর আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করার খবর জানালেন অসামরিক বিমান পরিহবন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে খবর জানান। তিনি জানান, 'সমস্ত পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৭ মার্চ থেকে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এয়ার বাবল চুক্তিও আর থাকছে না। আশা রাখছি গোটা প্রক্রিয়া এর জেরে নতুন উচ্চতায় পৌঁছবে।'
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ মার্চ মাঝরাত পর্যন্ত জারি থাকবে বর্তমান বিধিনিষেদর গুলো। ২৭ মার্চ থেকে তা উঠে যাচ্ছে।