নয়াদিল্লি: দশ মাস পর দিল্লিতে খুলে গেল স্কুল। আর কয়েক মাস পরেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার প্রস্তুতির জন্য খুলছে রাজধানীতে খুলল স্কুল। গত সপ্তাহে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।


গত সপ্তাহে বিবৃতি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার আগে প্রি-বোর্ড পরীক্ষা আছে। সব দিক বিবেচনা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে আপাতত স্কুল খুলবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীর জন্য। যদিও স্কুলে আসার জন্য কোনও পড়ুয়াকে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছে রাজ্য সরকার।

স্কুল খোলার পর কীভাবে ক্লাস হবে তা নিয়ে গাইডলাইন জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর।  যেখানে বলা হয়েছে,

১. কোনও শিক্ষক, কর্মচারী বা পড়ুয়ার উপসর্গ থাকলে তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না।

২. অভিভাবকের অনুমতিপত্র না দেখালে স্কুলে ঢুকতে দেওয়া হবে না কোনও পড়ুয়াকে।

৩. ক্লাস স্যানিটাইজ করতে হবে। পরতে হবে মাস্ক। ক্লাস ছাড়াও স্কুলের অন্যান্য জায়াগায় সামাজিক দূরত্ব মানতে হবে।

৪. কীভাবে কোভিড বিধি মানা হবে, তা নিয়ে বিশেষ ক্লাসেরও আয়োজন করা হয়েছে।

৫. স্কুলের পক্ষ থেকে ট্রমা সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে।

৬. পড়ুয়াদের  শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে স্কুলকে।

গত বছর দিল্লি হিংসার পর্ব থেকেই বন্ধ স্কুল। তারপর করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে শ্রেণিকক্ষের পঠনপাঠন বন্ধ হয়ে যায়। শুধু দিল্লি নয় করোনা আবহে বন্ধ হয়ে যায় সব রাজ্যের স্কুল। গত সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে স্কুল খোলার অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। গাইডলাইন মেনে আগেই অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ইতিমধ্যে স্কুল খুলেছে। নতুন বছরে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কর্নাটক, অসম, কেরলে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক রাজ্য।