কলকাতা: সানগ্লাসের কী বা রং! আমাদের এতদিনের সেই কালচে খয়েরি সানগ্লাসের দিন শেষ, ক্রিকেটারদের হাত ধরে বাজারে চলে এসেছে ব্লাইট ফ্লুরোসেন্ট সব সানগ্লাস। আর নতুন জিনিস হাতের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু ঋষভ পন্থ তা পরখ করেননি, তা আবার হয় নাকি! অতএব তিনি পরে ফেলেছেন ভয়ঙ্কর ঝকঝকে হলুদ নীল সব সানগ্লাস। যা দেখে হাসিঠাট্টায় মেতে উঠলেন দুই প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্ন আর কেরি ওকিফে।

ঋষভ পন্থ সব সময়েই ভয়ানক ব্যস্ত থাকেন। হয় তিনি ব্যাট দিয়ে মাঠের সর্বত্র বল পেটাচ্ছেন বা উইকেট কিপিংয়ে ব্যস্ত, স্টাম্পের পিছন থেকে বিকট সব শব্দ করে ব্যাটসম্যানকে ব্যতিব্যস্ত করে তুলছেন। তা না হলে নজর কেড়ে নেয় তাঁর সানগ্লাস। চলতি ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে শেন ওয়ার্ন আর কেরি ওকিফে ব্যস্ত হয়ে পড়লেন তাঁর সানগ্লাস নিয়ে। তাঁর চোখের ব্রাইট ফ্লুরোসেন্ট হলুদ নীল শেডের সানগ্লাস তাঁদের মতে একেবারে সোজা পেট্রোল সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এসেছে। ওয়ার্ন ওকিফেকে জিজ্ঞেস করেন, ঋষভ পন্থের সানগ্লাস দেখে তোমার কী মনে হচ্ছে? সোজা সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এসেছে, তাই না? জবাবে ওকিফে বলে ওঠেন, এই রোদ চশমা চোখে লাগিয়ে ঝালাইয়ের কাজ করা যেতে পারে।

এবার ওয়ার্ন টেনে আনেন শিখর ধবনের প্রসঙ্গ। তিনি বলেন, ধবনের সানগ্লাস দেখে পুরনো সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, সানগ্লাসের কাচ পরিষ্কার করতে বোধহয় উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার করা হয়।


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ৪০৭ রান তাড়া করতে নেমে ঋষভ ১১৮ বলে ৯৭ রান করেন। তাঁর ইনিংস ভারতকে ম্যাচে জয়ের সুযোগ তৈরি করে দেয়। কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পর চোট পাওয়া রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী জয় ছিনিয়ে আনতে পারেননি ঠিকই কিন্তু কঠিন পরিস্থিতিতে ড্র নিশ্চিত করেন।