চণ্ডীগড়: কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই এবার স্কুল খোলার অনুমতি দিল পঞ্জাব সরকার। ২ অগাস্ট থেকে সব ক্লাসের জন্য খুলে দেওয়া হচ্ছে স্কুল। পঞ্জাবে মার্চ মাসের মাঝামাঝি করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান।


গত ২৬ জুলাই (১০-১২) ক্লাসের জন্য ফের স্কুল খোলার অনুমতি দেয় পঞ্জাব সরকার। তবে এবার আর আগের পথে হাঁটেনি পঞ্জাব। সব ক্লাসের জন্যই স্কুল খোলার ছাড়পত্র দিয়েছে অমরিন্দর সিংহের সরকার। সংক্রমণ থেকে বাঁচতে স্কুলে কড়া করোনা বিধি পালনের নির্দেশিকা জারি হয়েছে। 


একমাত্র অভিভাবকদের অনুমতি পেলেই আসা যাবে স্কুলে। সেই কারণে বন্ধ করা হয়নি ভার্চুয়াল ক্লাস। সরকারের তরফে বলা হয়েছে, স্কুলে কোভিড রুখতে নির্দিষ্টি আচরণবিধি মানতে হবে ছাত্রছাত্রীদের। সেই বিধি থেকে বাদ পড়বেন না শিক্ষক-শিক্ষিকা ছাড়াও স্কুলের স্টাফরা। দু'টো ভ্যাকসিনের ডোজ দেওয়া থাকলে তবেই স্কুলে আসতে পারবেন টিচিং ও নন-টিচিং স্টাফরা। স্কুলে যাওয়ার আগে অভিভাবকদের লিখিত অনুমতি পত্র দেখাতে হবে পড়ুয়াদের। তবেই পাওয়া যাবে স্কুলে ক্লাস করার ছাড়পত্র।


পঞ্জাবের কোভিড বুলেটিন বলছে, শনিবার রাজ্যে ৫৪৪ জন সক্রিয় কোভিড রোগী রয়েছেন। ইতিমধ্যেই করোনা থেকে সেরে উঠেছেন ৫,৮২,২১৭ জন। যদিও ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৬,২৯২ জন। গত ২৬ জুলাই স্কুল খোলার পরই উচ্ছ্বাস দেখা গিয়েছিল পড়ুয়াদের মধ্যে। অমৃতসরের এক স্কুলপড়ুয়া জানায়, অনলাইন ক্লাসে সিলেবাস শেষ হলেও স্কুলে আসার অনুভূতিটাই আলাদা। এখানে সরাসরি ছাত্র-শিক্ষক কথা বলতে পারছে। ফলে যেকোনও বিষয় বুঝতে অনেক সুবিধা হচ্ছে।


তবে পঞ্জাব একা নয়। সম্প্রতি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছ ঝাড়খণ্ড সরকার। রাজ্যে লকডাউন নিয়ে নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৯-১২ শ্রেণির জন্য ফের স্কুল খোলা যাবে। পাশাপাশি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্যও খোলা থাকবে কলেজ। তবে অনলাইনে আগের মতোই ক্লাস জারি রাখতে হবে শিক্ষকদের।