গ্রীষ্মের দুপুর। সরকারি স্কুল। ক্লাসে কোলাহলে ব্যস্ত পড়ুয়ারা। আর তারই ফাঁকে দিবানিদ্রা দিচ্ছেন দিদিমণি। ভাইরাল হয়েছে ভিডিও। একটি সরকারি স্কুলের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে স্কুল চলাকালীন একজন শিক্ষক চেয়ারে বসে ঢুলছেন। তাঁর যে ছবি তোলা হচ্ছে, তাও টের পাননি তিনি। অভিযোগ, দিদিমণি নাকি এভাবে মাঝেমধ্যেই ক্লাসে জিরিয়ে নেন !
ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই ঢি-ঢি পড়ে গিয়েছে। এবিপি আনন্দ ভিডির সত্যতা যাচাই করেনি । ক্লিপটিতে দেখা গিয়েছ, কৃষ্ণপুরী জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষিকা স্কুলের ক্লাসের মাঝেই চেয়ারে বসে ঘুমাচ্ছেন। একজন ছাত্র ভিডিওটি তুলে ছড়িয়ে দেয় বলে দাবি। নেটমাধ্যমে আপলোড হওয়ার পর থেকেই চর্চায় ওই দিদিমণির কাণ্ড।
জানা গিয়েছে,ভিডিওটি উত্তর প্রদেশের মেরঠের। একটি সরকারি স্কুলের ভিডিওতে দেখা যায় ক্লাস চলাকালীন শিক্ষক ঘুমিয়ে কাদা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে, মৌলিক শিক্ষা অধিকারী (বিএসএ) আশা চৌধুরী জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তদন্ত শুরু করা হয়েছে । তদন্ত শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, দিদিমণি ঘুমোচ্ছেন আর শ্রেণীকক্ষের বাচ্চারা পড়াশোনা করছে। কেউ কেউ কোলাহল করছে। ঘটনাটি মিরাটের কৃষ্ণপুরীর জুনিয়র হাই স্কুলের, যেখানে একজন মহিলা শিক্ষিকাকে স্কুল চলাকালীন শিশুদের উপস্থিতিতে আরামে নাক ডাকতে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষিকার ঘুমের কোনও ব্যাঘাত ঘটেনি। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মহিলা শিক্ষিকা স্কুলের চেয়ারে আরামে বসে আছেন এবং তার চোখ সম্পূর্ণ বন্ধ, তার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে তিনি নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন। দাবি করা হচ্ছে যে এই ভিডিওটি একজন ছাত্র রেকর্ড করেছে, যা এখন ভাইরাল হচ্ছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা । তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বহু নেটিজেন । অনেকেই প্রশ্ন তুলেছেন যে, শিক্ষকরা যখন নিজেরাই তাদের কর্তব্যে অবহেলা করেন, তখন শিশুদের শিক্ষার ভবিষ্যৎ কী হবে? কয়েকজন তো সরাসরি শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকের প্রশ্ন 'মানুষ বলে, যদি শিক্ষকদের নিজেদেরকেই শ্রেণীকক্ষে শিশুদের পড়ানোর পরিবর্তে বিশ্রাম নিতে দেখা যায়, তাহলে শিক্ষার মান কীভাবে উন্নত হবে?'
সবমিলিয়ে শিক্ষকের ঘুমিয়ে পড়া নিয়ে নেটমাধ্যম তোলপাড়।