নয়াদিল্লি: SCO-গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক শেষে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar)। 'জেগে উঠুন এবার ,৩৭০ এখন ইতিহাস' ৩৭০ ধারা নিয়ে পাক (Pakistan) বিদেশমন্ত্রী (Foreign Minister) ভুট্টোর উদ্দেশ্যে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রীর।
৩৭০ ধারা আসলে কী ?
৩৭০ ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৪৯ সালের ১৭ অক্টোবার। এই ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে আওতামুক্ত রাখা হয়। এবং ওই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসরা তৈরির অনুমতি দেওয়া হয়। এই ধারার জেরে ওই রাজ্যে সংসদের ক্ষমতা সীমিত। ৩৭০ ধারা অনুযায়ী প্রতিরক্ষা, বিদেশ, অর্থ, এবং যোগাযোগ ছাড়া অন্য কোনও বিষয়ে হস্তক্ষেপের অধিকার ছিল না, কেন্দ্র বা সংসদেরও।
শেষ চার বছরে কোনও প্রথম সারির পাক নেতা ভারতে আসেননি
কিন্তু ২০১৯ সালে অগাস্টে নরেন্দ্র মোদির সরকার ৩৭০ ধারা রদের পর প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিঃষ্কার করেছিল পাকিস্তান। একই সঙ্গে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের তরফে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যবন্ধের ঘোষণা করা হয়েছিল। আর তখনই, নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বহর কমিয়ে দেওয়া হবে, বলে জানিয়েছিল ইসলামাবাদ। এদিকে বিলাবলের আগে বস্তুত শেষ চার বছরে কোনও প্রথম সারির পাক নেতা ভারতে আসেননি।
'৩৭০ এখন ইতিহাস'
এদিকে এদিন জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা না ফেরানোর বিষয়টি পুনবির্বেচনা না করলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করা সম্ভব নয়। গোয়া এসে এই কথা স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। যদিও বলে আর ক্ষান্তি পাননি। SCO-গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক শেষ হতেই ভুট্টোর উদ্দেশ্যে তোপ দেগেছেন এস জয়শঙ্কর। স্পষ্ট বলেছেন, 'জেগে উঠুন এবার ,৩৭০ এখন ইতিহাস।'
আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?
'অবলীলায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ'
ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য,'অবলীলায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ। বিষয়টি থেকে চোখ ঘুরিয়ে রাখলে আমাদেরই নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি, সন্ত্রাসবাদের কোনও যুক্তি থাকতে পারে না। সীমান্তপারের সন্ত্রাস থেকে শুরু করে অন্য যে কোনও রূপেই সে সামনে আসুক না কেন, বিরোধিতা করতেই হবে। এই ভাষণের কিছুক্ষণ আগেই SCO-গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সকলকে 'নমস্কার' করে অভ্যর্থনা জানান জয়শঙ্কর। এই বিদেশমন্ত্রীদের মধ্যে ছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিও।