নয়া দিল্লি: উত্তরপ্রদেশের কানপুরে বিস্ফোরণ। জখম হয়েছেন ৮ জন। কানপুরের মিশ্রিবাজারে খেলনার মার্কেটে ২টি স্কুটারে রাখা ছিল বিস্ফোরক। গতকাল সন্ধেয় সেখানে বিস্ফোরণ ঘটে। 

Continues below advertisement

জখমদের মধ্যে এক মহিলা-সহ ৪ জনের আঘাত গুরুতর। বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ জানতে ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। কানপুরে বিস্ফোরণকাণ্ডে তদন্তে নেমেছে রাজ্য পুলিশ, উত্তরপ্রদেশ ATS ও STF। 

ঘটনার পর রাতেই বিস্ফোরণস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। বোম্ব স্কোয়াড এবং এটিএসটিম পৌঁছায়। তারা জানিয়েছেন,দুটি স্কুটিই বিস্ফোরক বহন করছিল। আপাতত পুরো সিল করা হয়েছে। কর্ত-পক্ষ রাত থেকেই তদন্ত শুরু করেছে। বিস্ফোরণটি একটাই তীব্র ছিল যে শব্দ অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এই শব্দের জেরে আশপাশের অনেক দোকানের সিলিং ধসে পড়ে।

Continues below advertisement

একটি কাপড়ের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানের প্রবেশপথের কাছে মেঝেতে একজন লোক বসে আছেন। বাইরে, রাস্তায় যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে এবং কাছেই কার্টনের স্তূপ রাখা আছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাক্সগুলির নিচ থেকে একটি বিস্ফোরণ ঘটে।

আপাতত চলছে ঘটনার তদন্ত। স্কুটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিপি রাজীব কৃষ্ণ। ফরেন্সিক টিমকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেন। এটিএশের দুই দল দখনউ থেকে কানপুর পৌঁছায়। ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরক পদার্থ পরীক্ষা চলছে। খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণটি কোনও বড় ষড়যন্ত্র নাকি দীপাবলিতে আতশবাজি তৈরির জন্য স্কুটির ভিতর কোনও বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। আপাতত চলছে তদন্ত। এটা খতিয়ে দেখা হচ্ছে যে এই বিস্ফোরণটি কোনও বড় ষড়যন্ত্র ছিল নাকি দীপাবলিতে আতশবাজি তৈরির জন্য স্কুটির ভিতরে বিস্ফোরক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল।            

ঘটনাটি ঘটেছে মেস্টন রোডের মুলগঞ্জে। পুরো এলাকাটি সিল করে দেওয়া হয় বিস্ফোরণের পর। কর্তৃপক্ষ রাত থেকেই এই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে শব্দটি অনেক দূর থেকেও শোনা যায় বলে দাবি স্থানীয়দের। এই বিস্ফোরণের জেরে পাশের একটি মসজিদের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।