নয়াদিল্লি: গান ও প্রতিভার জোরে রাতারাতি খ্যাতি পেয়েছেন রানু মন্ডল। সম্প্রতি মেকআপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নির্মম বিদ্রুপের শিকার হয়েছিলেন তিনি। আসলে সোশ্যাল মিডিয়া সেনসেশন কানপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। এই সময় তিনি মার্জার সরণিতেও হাঁটেন। এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়ে।



ওই ভিডিও ও ছবিগুলিতে মেকআপ ও লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের সমালোচনার শিকার হন রানু। অনেকেই রানুকে ব্যঙ্গ করেন।




এবার রানুর পাশে দাঁড়ালেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। রানুকে সমর্থন করে ট্রোলারদের একহাত নিয়েছেন তাঁরা।

এক ইউজার লিখেছেন, রানু মন্ডলের মেকআপ নিয়ে সবাই এ ধরনের মজা করছে কেন, তা আমার বোধগম্য হচ্ছে না। এমন তো নয়, মেকআপ উনি নিজে করেছেন বা সমস্ত ব্যাপারটা জানতেন।



অন্য একজনের ট্যুইট, আপনাদের তো দেখছি, ট্রোল করাটা খুব পছন্দের বিষয়।এটা তাঁর মনে গভীর প্রভাব ফেলবে। বলিউডকে বুঝতে হবে যে, স্বাভাবিকতাই সবচেয়ে ভালো। কিন্তু তাঁকে ট্রোল করবেন না। এমনটা তাঁর প্রাপ্য নয়।





সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-র দৌলতে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন রানু। ওই ভিডিও রানাঘাট স্টেশনের, সেখানে তাঁকে লতা মঙ্গেশকরের এক প্যায়ার কা নাগমা হ্যায় গান গাইতে শোনা গিয়েছিল। রানুর কন্ঠস্বরে মুগ্ধ হয়ে হিমেশ রেশমিয়া একটি নয়, রানুর তিনটি তিনটি গান রেকর্ড করেন।