নয়াদিল্লি: তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। অথচ তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় যত শোরগোল। চন্দ্রাভিযানের সময় তো ইসরোকে ট্যুইট করে বলতে হয়েছিল, ডিরেক্টর কে শিবনের কোনও অ্যাকাউন্ট নেই। ভুয়ো অ্যাকাউন্টের পোস্টে বিভ্রান্ত হবেন না। এবার সেই কে শিবনের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।
বিমানে কে শিবনকে পেয়ে সেলফি তোলার অনুরোধ করলেন বিমানসেবিকারা। অনুরোধ রেখে সেলফি তোলার জন্য পোজ দিলেন ইসরো চেয়ারম্যান। তারপর মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধানকে করতালিত সম্বোধন জানানো হয়। যার প্রত্যুত্তরে বিনিম্র, বিনয়ী স্বভাবের কে শিবন যাত্রী সহ বিমানসেবিকাদের উদ্দেশ্যে হাতও নাড়েন। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখে নিন-