ইনদৌর: 'মদ (no liquor) নয়, দুধ (drink cow milk) খান', বার্তা দিতে এবার মদের দোকানের সামনে গরুর খুঁটিই বেঁধে দিলেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী (uma bharti)। মধ্যপ্রদেশের ওর্চা শহরের (orcha town of madhya prades) ঘটনায় সাড়া পড়ে গিয়েছে চার দিকে। বর্তমানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মদ-বিরোধী প্রচার চালাচ্ছেন উমা ভারতী। তারই অংশ হিসেবে এই নতুন 'কীর্তি', বলছে রাজনৈতিক মহল।


কী করেছেন বিজেপি নেত্রী?
নিওয়ারি জেলার ওর্চা শহর এমনিতে মন্দির ও প্রাসাদ-সহ একাধিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। সেখানেই এক 'ইন্ডিয়া মেড ফরেন লিকার' বা 'IMFL শপ'-র সামনে দাঁড়িয়ে উমা ভারতীর বার্তা, 'মদ নয়, দুধ খান।' দোকানটির সামনে ছাড়া গরু বেঁধে দিতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এমনকি স্বহস্তে তাদের পরিচর্যাও করেন, খাইয়ে দেন খড়বিচালিও। প্রসঙ্গত, গত বছর এই দোকানেই গোবর ছুড়েছিলেন তিনি। তার আগে মার্চ মাসে, ভোপালের একটি মদের দোকানে পাথর ছোড়ারও অভিযোগ ওঠে প্রবীণ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। তাই বৃহস্পতিবার উমা ভারতীকে এগিয়ে আসতে দেখে মদের দোকানের কর্মীরা আর ঝুঁকি নিতে চাননি। শাটার নামিয়ে দেন তাঁরা। 


স্বীকারোক্তি ভারতীর...
তবে মধ্যপ্রদেশে মদ্যপান সংক্রান্ত সমস্য়ার জন্য তিনিও যে কিছুটা দায়ী সে কথা মেনে নিয়েছেন উমা ভারতী। এ প্রসঙ্গে ২০০৩ সালের নির্বাচনের কথাও টেনে আনেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী। কিন্তু একই সঙ্গে এও মনে করান, যে বর্তমান সরকার যেন মানুষের এই মদ্যপানের অভ্যাসের উপর ভরসা করে রাজস্ব আদায়ের পথ না দেখে। প্রসঙ্গত, অতীতে মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ করার উপর জোর দিতেন উমা। কিন্তু আপাতত তিনি গোটা রাজ্যে মদ বিক্রি নিয়ন্ত্রিত করার চেষ্টা করছেন। যে 'IMFL শপ'-র সামনে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে, তার সামনে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের উদ্দেশে উমা ভারতীর বার্তা, মুখ্য়মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মেনে নিয়েছেন যে বর্তমান আবগারি নীতিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। প্রবীণ নেত্রীর আরও দাবি, যে যোগগুরু রামদেবের সঙ্গে কথা বলে একটি নতুন আবগারি নীতির খসড়া করার কথা প্রতিশ্রুতিও দিয়েছেন চৌহান। সূত্রের খবর, বাস্তবেই দ্রুত নতুন আবগারি নীতি আনতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। গত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেন শিবরাজ সিংহ চৌহান। সঙ্গে এও মনে করিয়ে দেন, নতুন নীতিতে মদ্যপানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে।


আরও পড়ুন:আপনার সঙ্গী কোন রাশির জাতক? ভ্যালেন্টাইন্স ডে-তে কী উপায়ে মন গলবে তাঁর?