নয়াদিল্লি: দেশের শীর্ষ চিকিত্সা গবেষণা প্রতিষ্ঠানেই নোভেল করোনাভাইরাসের হানা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) এক সিনিয়র বিজ্ঞানীর করোনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর ওই প্রতিষ্ঠানের দিল্লির গোটা ভবন স্যানিটাইজ করা হচ্ছে। সূত্রের খবর, ওই গবেষক-বিজ্ঞানী আইসিএমআর, মুম্বইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাকটিভ হেলথের সঙ্গে যুক্ত। দিনকয়েক আগে তিনি মুম্বই থেকে দিল্লি আসেন। রবিবার সকালে তিনি পজিটিভ বলে ধরা পড়েন। তারপর গত দুদিন ধরে দিল্লির আইসিএমআর ভবনকে স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করার কাজ চলছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস সহ যাবতীয় রোগ-অসুখের চিকিত্সা সংক্রান্ত নির্দেশাবলী, গাইডলাইন দেয় আইসিএমআর-ই।
গত সপ্তাহে ওই বিজ্ঞানী এক বৈঠকে যোগ দেন, যেখানে আইসিএমআরের ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গবও উপস্থিত ছিলেন আরও অনেকের সঙ্গে।
স্যানিটাইজেশনের কাজ চলায় সংস্থার তরফে কর্মীদের একাংশকে বার্তা পাঠিয়ে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কেবলমাত্র মূলত কোভিড-১৯ সংক্রান্ত কাজকর্মে যুক্ত কর্মীরাই দপ্তরে আসতে পারেন, বাকিরা শুধু বাড়ি থেকেই কাজ করবেন।