দেহরাদুন: উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজের করোনা ধরা পড়েছে। তাঁর স্ত্রী প্রাক্তন মন্ত্রী অমৃতা রাওয়াতও করোনা পজিটিভ। করোনা হয়েছে তাঁদের দুই পুত্র, তাঁদের স্ত্রী ও দেড় বছরের নাতিরও। বাড়ির বাকিরা দেহরাদুনে তাঁদের বাসভবনেই কোয়ারান্টাইনে রয়েছেন। সৎপাল মহারাজের বাড়ির ১৭ জন গৃহকর্মীরও করোনা ধরা পড়েছে।
সৎপাল মহারাজ শুধু মন্ত্রীই নন, তিনি ধর্মীয় নেতা, দেশজুড়ে তাঁর অনুগামী রয়েছেন। শুক্রবার তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন, তাতে ছিলেন মুখ্য়মন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতও। এরপর রবিবার জানা যায়, সৎপাল করোনা পজিটিভ। জানার পরেই মুখ্যমন্ত্রী কোয়ারান্টাইনে গিয়েছেন। ওই বৈঠকে আর যে মন্ত্রীরা ছিলেন তাঁরা কেন্দ্রীয় গাইডলাইন মেনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশমত কাজ করবেন বলে জানিয়েছেন, নগরোন্নয়ন মন্ত্রী মদন কৌশিক।
সৎপাল মহারাজের স্ত্রী অমৃতার করোনা ধরা পড়ে শনিবার। তাঁদের দুই পুত্র, তাঁদের স্ত্রী, এক নাতি ও ১৭ জন গৃহকর্মীর শরীরে করোনাভাইরাসের খবর পাওয়া গিয়েছে একদিন পর, অর্থাৎ রবিবার। হাসপাতালে জায়গা না থাকায় গৃহকর্মীদের ভর্তি করা যায়নি। অমৃতা রাওয়াতকে রবিবার ঋষিকেশের এইমসে ভর্তি করা হয়েছে, আইসোলেশনে রয়েছেন তিনি।
উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজের করোনা, ১৭ জন কাজের লোকও সংক্রমিত, কোয়ারান্টাইনে রাজ্যের মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2020 09:49 AM (IST)
সৎপাল মহারাজ শুধু মন্ত্রীই নন, তিনি ধর্মীয় নেতা, দেশজুড়ে তাঁর অনুগামী রয়েছেন। শুক্রবার তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন, তাতে ছিলেন মুখ্য়মন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -