বাজেট পেশের আগে চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স, নিফটি ঊর্ধ্বমুখী
Web Desk, ABP Ananda | 01 Feb 2019 10:56 AM (IST)
মুম্বই: অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার আগে চাঙ্গা শেয়ার বাজার। সেনসেক্স বাড়ল ১০০ পয়েন্টের বেশি। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ব্যাপক পরিমাণে বিনিয়োগ করছেন সকাল থেকে। ৩০ শেয়ারের সূচক চলছে ১১৯.০১ পয়েন্ট বা ৩৩ শতাংশ বেশিতে, ৩৬৩৭৫.৭০এ। ৫০ শেয়ারের সূচক নিফটিও বেড়েছে ৩৪.১৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ। হয়েছে ১০৮৬৫.১০। হস্পতিবার সেনসেক্স ৬৬৫.৪৪ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে লেনদেন সমাপ্তির সময় ছিল ৩৬২৫৬.৬৯। নিফটিও বেড়েছিল ১৭৯.১৫ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ, শেষ হয়েছিল ১০৮৩০.৯৫-এ।