মুম্বই: আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী পীযূষ গয়াল। তার আগের দিন শেয়ার বাজারে উত্থান। ৬৬৫.৪৪ পয়েন্ট বেড়ে ৩৬,২৬৫.৬৯ হল সেনসেক্স। নিফটিও ১৭৯.১৫ পয়েন্ট বেড়ে হল ১০,৮৩০.৯৫। তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও ব্যাঙ্কিং সংক্রান্ত শেয়ারগুলির দর বেড়েছে।

এমকে ওয়েলথ ম্যানেজমেন্টের গবেষণা বিভাগের প্রধান জোশেফ টমাসের মতে, ‘দু’টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের কারণে শেয়ার বাজারে উত্থান হয়েছে। প্রথমত, আর্থিক মন্দার আতঙ্কের মধ্যে সুদের হার অপরিবর্তিত থাকার ফলে সেনসেক্স বেড়েছে। দ্বিতীয়ত, অন্তর্বর্তী বাজেট নিয়ে আশা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, এই বাজেটে বেকারত্ব দূর করা এবং ব্যয়ের ক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপের ঘোষণা করা হবে।’