দেখুন: অভিষেক ম্যাচে বোল্টের দুরন্ত বাউন্সার আছড়ে পড়ল শুবমান গিলের হেলমেটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2019 03:19 PM (IST)
হ্যামিলটন: ১৯ বছর বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল শুবমান গিলের। তিনি ভারতীয় দলের ভবিষ্যত তারকা হয়ে উঠতে পারেন-তার যথেষ্ট প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। যদিও কেরিয়ারের প্রথম একদিনের ম্যাচে সেভাবে সফল হতে পারলেন না শুবমান। করলেন মাত্র ৯ রান। তবে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির বোলিংয়ের সামনে বলের লাইনে এসে খেলার চেষ্টা করেছেন তিনি। অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় তাঁর জায়গায় এদিন প্রথম একাদশে নেওয়া হয় শুবমানকে। কোহলিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচ ও টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ২১ বল খেলেছেন শুবমান। তারমধ্যে যে বলটিতে আউট হয়েছেন সেটি ছাড়াও আরও একটি বলে তাঁকে অস্বস্তিতে পড়তে দেখা যায় তাঁকে। ভারতের ইনিংসের দশম ওভারে ট্রেন্ট বোল্টের একটা বাউন্সার তাঁর হেলমেটে আছড়ে পড়ে।অতিরিক্ত পেস ও বাউন্সে হতচকিত হয়ে যান তিনি। পুল শট খেলার চেষ্টা করলেও ব্যাট সঠিক সময়ে চালাতে পারেননি। বল তাঁর হেলমেটে লাগে। মাঠে ছুটে আসেন ফিজিওথেরাপিস্ট প্যাট্রিক ফারহার্ট। পরে ফের ব্যাটিং শুরু করেন তিনি। বোল্ট এরপর বাউন্সার দিয়েই তরুণ ব্যাটসম্যানকে পরীক্ষার মুখে ফেলেন। পরের ওভারে বোল্টের একটা পিচড-আপ ডেলিভারিতে কট অ্যান্ড বোল আউট হন শুবমান। ভারত এই ম্যাচে ৯২ রানে অল আউট হয়ে যায়। বোল্ট ২১ রানে ৫ উইকেট নেন। নিউজিল্যান্ড ১৪.৪ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।