ভোপাল: শিশুশ্রমিক দিয়ে সুরা কারখানা চালানোর অভিযোগ, আর তাকে ঘিরে কার্যত রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হল মধ্যপ্রদেশে। গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখানায় ছুটে যায় জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।  রাসায়নিকের সংস্পর্শে হাত পুড়ে যাওয়া ৩৯ শিশুকেও উদ্ধার করে তারা। কিন্তু কয়েক ঘণ্টাও কাটল না, উদ্ধার হওয়া শিশুরা নিখোঁজ হয়ে গেল। (Child Labourers)


শনিবার মধ্যপ্রদেশের রাইসেনের একটি সুরা কারখানায় হানা দেয় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR). সেখানে ৩৯ শিশু শ্রমিককে উদ্ধার করে তারা। দেখা যায়, ওই শিশুদের হাতে, আঙুলে পোড়া দাগ রয়েছে। ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে এসেই তাদের হাত, অঙুল পুড়ে যায় বলে সন্দেহ কমিশনের আধিকারিকদের। (Madhya Pradesh News)


জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন, সেহতগঞ্জের সুরা কারখানায় ওই শিশুদের কাজ করানো হচ্ছিল। তাঁরা গিয়ে ওই শিশু শ্রমিকদের উদ্ধার করেন। স্থানীয় প্রশাসনের হাতে এর পর তুলে দেওয়া হয় সকলকে। কিন্তু রবিবার সকালে খোঁজ নিতে গেলে দেখা যায়, হেফাজত থেকে কার্যতই গায়েব হয়ে গিয়েছে শিশুগুলি। কোনও খোঁজ নেই তাদের। 



আরও পড়ুন: মুছে গেল বাবরি মসজিদের নাম, বদলে গেল অযোধ্যার ইতিহাস, পাঠ্যবই সংশোধন করে ফের বিতর্কে NCERT


সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্ক লেখেন, 'অনেক রাত পর্যন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ২০ মিটার রাস্তা পেরিয়ে আসতে পাঁচ ঘণ্টা সময় নেন SDM. ADM ওই দূরত্ব পেরিয়ে আসতে সময় নেন সাত ঘণ্টা। ফলে তাঁদের অনুপস্থিতিতে এফআইআর দায়ের করেনি পুলিশ। আর ওই সময়ের মধ্যেই ৩৯ শিশু গায়েব হয়ে গিয়েছে। গভীর রাতে আবারও খোঁজ নিতে যাই আমরা, কিন্তু শিশুগুলির খোঁজ মেলেনি। শিশুগুলি কোথায় গেল? প্রশাসনের নাকের ডগা দিয়ে কে বা কারা সরিয়ে দিল'? এই ঘটনায় মধ্যপ্রদেশের সরকারের হস্তক্ষেপও দাবি করেন প্রিয়ঙ্ক।



এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, 'শিশুশ্রমিকদের বিষয়টি আমার নজরে এসেছে। অত্যন্ত গুরুতর ঘটনা। রাইসেনের শ্রম আধিকারিকের কাছে এ নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে সরকারের তরফে। শুল্ক দফতরকেও এ নিয়ে বার্তা দেওয়া হয়েছে'। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় একজন আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে বলে জানা গিয়েছে।


প্রিয়ঙ্ক জানিয়েছেন, 'বচপন বাঁচাও আন্দোলন' নামের একটি সংগঠনের কাছ থেকে তাঁদের কাছে খবর এসে পৌঁছয়। ওই সুরা কারখানায় শিশুদের দিনে ১৫-১৬ ঘণ্টা করে কাজ করানো হচ্ছিল বেল জানতে পারেন তাঁরা। সেই মতো  পৌঁছে যান তল্লাশি চালাতে। কিন্তু গোটা ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি। রাতের অন্ধকারে শিশুগুলিকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ প্রিয়ঙ্কের।