চেন্নাই: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তামিলনাড়ুতে। মুখোমুখি সংঘর্ষ বাঁধল দুই বাসের মধ্যে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ৪০। দুর্ঘটনাগ্রস্ত দু'টি বাসই সরকারি। একেবারে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। (Tamil Nadu Bus Collision)
রবিবার তামিলনাড়ুর তিরুপাথুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি বাস কড়াইকুডি যাচ্ছিল। অন্যটি ছুটছিল মাদুরাইয়ের গিকে। সেই সময় তিরুপাথুরের কাছে মুখোমুখি ধাক্কা লাগে। এত জোরে ধাক্কা লাগে যে বাসের ভিতর বসে থাকা যাত্রীরা বাইরে পর্যন্ত বেরোতে পারেননি। স্থানীয় বাসিন্দারা টেনেটুনে বের করে আনার চেষ্টা করেন তাঁদের। পরে জরুরি পরিষেবা বিভাগের টিম ঘটনাস্থলে পৌঁছে ভিতর থেকে টেনে বের করে সকলকে। (Tamil Nadu Accident)
আহতদের স্থানীয় শিবগঙ্গাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাই হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। কী করে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। এখনও দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জরুরি পরিষেবা বিভাগ। ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে আপাতত।
পুলিশ জানিয়েছে, পিল্লাইয়ারপট্টি থেকে পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। আহতরা বেশ জখম হয়েছেন। স্থানীয় মানুষজনই উদ্ধারকার্য শুরু করেন প্রথমে। দুমড়ে মুচড়ে যাওয়া বাস থেকে সকলকে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, চালকের আসনের পাশের অংশ একেবারে খুলে বেরিয়ে গিয়েছে। রাস্তায় পর পর দেহ পড়ে থাকতেও দেখা যায়। বাসের সামনের অংশের কাচ ভেঙে যাওয়ায়, সেখান দিয়ে লাফ দিয়ে নামতেও দেখা যায় এক মহিলাকে। এক মহিলা মাটিতে বসেছিলেন। রক্ত ঝরছিল তাঁর কপাল থেকে।
চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় পথ দুর্ঘটনা ঘটল দক্ষিণ তামিলনাড়ুতে। গত সপ্তাহে দু'টি বেসরকারি বাস পরস্পরকে সজোরে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ছ'জন। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটে বলে সেবার তদন্তে উঠে আসে। আর তার পরই এই ঘটনা। শুধু তামিলনাড়ু বা দক্ষিণের রাজ্যগুলিতেই নয়, বেশ কিছু দিন ধরেই দেশের সর্বত্র পথ দুর্ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে।