উত্তরকাশী: দেবভূমিতে হেলিকপ্টার দুর্ঘটনায় পর্যটকদের প্রাণহানি। হেলিকপ্টার ভেঙে পড়ে ছ'জনের মৃত্যুর খবর মিলছে। হেলিকপ্টারে মোট সাত যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। দু'জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। (Uttarakhand Helicopter Crash)

বৃহস্পতিবার সকালে উত্তরকাশীতে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, এদিন সকালে দেহরাদূণ থেকে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। হরসিল হেলিপ্যাডে নামার কথা ছিল। সেখান থেকে সড়কপথে গঙ্গনানী যাওয়ার কথা ছিল পর্যটকদের। সবমিলিয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার হবে বলে ঠিক হয়েছিল এদিন। কিন্তু মাঝপথেই ভেঙে পড়ে বিমানটি। (Uttarakhand News)

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে ছ'জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে যাত্রীরা সকলেই মহিলা। তাঁদের কলা সোনি (৬১), বিজয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়ল (৫৬), রাধা আগরওয়াল (৭৯), বেদবতী কুমারী (৪৮) নামে শনাক্ত করা গিয়েছে। প্রথম তিন জন মুম্বইয়ের বাসিন্দা। বাকিরা যথাক্রমে উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন। হেলিকপ্টারের পাইলট, ৬০ বছর বয়সি রবিন সিংহও দুর্ঘটনায় মারা গিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ৫১ বছর বয়সি ভাস্কর আহত হয়েছেন।

মুখ্য়মন্ত্রী ধামি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে সবরকমের সহযোগিতা করতে বলা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জানিয়েছেন, উদ্ধারকার্যের দিকে নজর রাখছেন তিনি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

সোশ্যাল মিডিয়ায় ধামি লেখেন, 'হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর খবর পেলাম। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণকার্যে যোগ দিয়েছে। মৃতদের আত্মার শান্তি কামনা করি। পরিবারগুলিকে শক্তি দিন ঈশ্বর। প্রশাসনকে সবরকম ভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছি। আমি পরিস্থিতির দিকে নজর রেখেছি'।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালাতে পৌঁছয় ঘটনাস্থলে। জেলা প্রশাসনও উদ্ধারকার্যে তদারকি করে। এখনও উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে। উত্তরকাশীর জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছন। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।