নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার বড় তথ্য সামনে এল। Operation Sindoor চলাকালীন পাকিস্তানের বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস করা হয় বলে এবার জানালেন ভারতীয় বায়ুসেনারপ্রধান এপি সিংহ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের মোট পাঁচটি যুদ্ধবিমান নামিয়েছিল ভারত, যার মধ্যে ছিল আমেরিকায় তৈরি F-16 এবং চিনে তেরি J-17 যুদ্ধবিমানও। মাঝ আকাশে পাক যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি, তাদের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমানও গুঁড়িয়ে দেওয়া হয়। (India-Pakistan Conflict)

Continues below advertisement

ভারতের তরফে পাকিস্তানের কয়টি যুদ্ধবিমান নামানো হয়েছিল, এতদিন তা নিয়ে পরিষ্কার ভাবে কিছু জানানো না হলেও, শুক্রবার সাংবাদিক বৈঠকে বিশদ তথ্য় তুলে ধরেন  এয়ার চিফ মার্শাল এপি সিংহ। এর আগে, অগাস্ট মাসের শুরুতে, ছয়টি পাক যুদ্ধবিমান নামানো হয়ে থাকতে পারে, যার মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ‘Big Bird’, AEW&C হতে পারে বলে তথ্য মিলেছিল। (Operation Sindoor)

এদিন  এয়ার চিফ মার্শাল এপি সিংহ জানান, ভারতীয় সেনার হাতে যে তথ্য এসেছে, সেই অনুযায়ী, অন্তত একটি দীর্ঘ পাল্লার AEW&C বিমান নামানো হয়েছ। চার থেকে পাঁচটি যুদ্ধবিমানও নামানো হয় Operation Sindoor চলাকালীন।

Continues below advertisement

মাঝ আকাশে পাকিস্তানকে জোর ধাক্কা দেওয়ার পর, মাটিতেও তাদের নাস্তানাবুদ করে ছাড়া হয় বলেও এদিন জানান  এয়ার চিফ মার্শাল এপি সিংহ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে জাকোবাবাদ এবং ভোলারি বিশেষ ভাবে উল্লেখ্য। সেখানে দাঁড়িয়ে থাকা F-16 যুদ্ধবিমান এবং কমপক্ষে একটি AEW&C বিমানও গুঁড়িয়ে যায়।

নির্ভুল লক্ষ্যে আঘাত হেনে পাকিস্তানের রেডার প্রযুক্তি, কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে, হ্যাঙ্গার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন  এয়ার চিফ মার্শাল এপি সিংহ। 

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটককে ধরে ধরে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সব মিলিয়ে ২৬ জন মারা যান। এর জবাবে পাকিস্তানে ঢুকে সেখানকার জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তান পাল্টা আঘাত করতে এলে কড়া হাতে মোকাবিলা করে ভারতীয় সেনা। শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। সেই থেকে এতদিন ধরে পাকিস্তানের তরফে ভারতের যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হচ্ছিল। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা জানান। ভারত এতদিন সংখ্যার হিসেবে না গেলেও এবার হিসেব দিলেন এয়ার চিফ মার্শাল এপি সিংহ।