কলকাতা: তিনি স্কুলেও পড়ান, মিউজিক ভিডিওতেও হাত পাকান, সিনেমাও করেন, আবার টাকার বিনিময়ে না কি চাকরিও পাইয়ে দেন! নিয়োগ দুর্নীতি মামলায় আজ যে শাহিদ ইমামের চরিত্র উঠে এসেছে, চলচ্চিত্র জগতে অবশ্য তাঁর পরিচয় অন্য নামে। তাঁকে চলচ্চিত্র জগৎ চেনে শুভম ইমাম নামে। কাজ করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। শাহিদ ইমামের সঙ্গে তাঁর পরিবারের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে সিবিআই। 



এহেন শাহিদ ইমামের বাড়ি হুগলির আরামবাগে! বাবা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। শিক্ষাব্রতী হিসাবেই এলাকাই পরিচিত, অথচ তাঁর ছেলেই এখন অর্থের বিনিময়ে শিক্ষকের পদ বিক্রিতে অভিযুক্ত! চলচ্চিত্র জগতে শাহিদের পরিচিত ছিল শুভম ইমাম নামে। আর এলাকায়, মহারাজ। সেই শাহিদই প্রাসাদোপম বাড়ি তৈরি করছিলেন আরামবাগের ঘোনাপাড়ায়। বসন্তপুরে শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ি ভিতরে একটা পোড়া মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা গিয়েছে।


স্থানীয় সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষক হাসান ইমামের তিন ছেলে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মেজ ছেলে শেখ আলি ইমাম এবং ছোট ছেলে শেখ শাহিদ ইমাম দুজনেই গ্রেফতার হয়েছেন। উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদ ইমাম। আর আলি ইমামের নামের পাশে লেখা প্রাক্তন সৈনিক।


২০১৪ সালে, পর্ষদের নিয়োগপত্র নিয়ে হাওড়ার স্কুলে যোগ দেন শাহিদ। প্রথম দিকে নিয়মিত স্কুলে আসলেও, পরে ঠিকমতো স্কুলে আসতেন না। শেষবার ফেব্রুয়ারির শুরুতে স্কুলে এসেছিলেন শাহিদ। ২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম। 
মুম্বই থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন। শাহিদের ফেসবুক প্রোফাইলে, এখনও রয়েছে আরামবাগের তৎকালীন চেয়ারম্যান স্বপন নন্দীকে ধন্যবাদ জানিয়ে করা পোস্ট। অন্যদিকে, বসন্তপুরে শাহিদের দাদার বাড়ি এদিনও বন্ধ ছিল। পরিবারের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন করা হলে ফোন ধরেননি হাসান ইমাম। 


টলিউডে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুমনা দাস (Sumana Das), জিনা তরফদার (Jina Tarafdar), সৌরভ দাস (Sourav Das), ঋত্বিকা সেনের (Ritwika Sen) মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন শাহিদ ইমাম। বলিউডে রাখী সবন্তের সঙ্গেও কাজ করেছেন শাহিদ। গ্রেফতার হওয়ার পরে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ আলি ইমাম ও শাহিদ ইমাম।


শোনা যায়, টলিউড ও বলিউডে একাধিক মিউজিক ভিডিও ও ছবিতে বিনিয়োগ করেছেন এই শাহিদ। রয়েছে নিজের প্রযোজনা সংস্থাও। একবার নাকি আরামবাগে তাঁর একটি ছবির জন্য সুধানীল নামে একটি সিনেমাহল দর্শকদের জন্য বিনামূল্যে খুলে দেওয়া হয়েছিল। 'বিষাক্ত মানুষ'-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন এই শাহিদ। অভিনয় করেছেন 'আমার চ্যালেঞ্জ' বলে একটি ছবিতেও। যদিও তেমন ব্যবসা করতে পারেনি এগুলির কোনোটাই। বাবা যাদবের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও করেছিলেন এই শাহিদ।


তাঁর সঙ্গে কাজ করেছেন সৌরভ, ঋত্বিকা, সোহমও। সোহমের একটি ছবির প্রযোজনাও করেছিলেন শাহিদ। এবিপি আনন্দকে সোহম জানিয়েছেন, অনুরাগী বলে প্রথমে তাঁর সঙ্গে পরিচয় করেছিলেন এই শাহিদ। জানিয়েছিলেন, তাঁর ছবির প্রযোজনা করতে চান। সেই মতো অর্ধেক টাকাও দেন। কিন্তু বাকি অর্ধেক টাকা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। 


অন্যদিকে, সৌরভ শাহিদকে নিয়ে এবিপি আনন্দকে বলেছেন, 'ওঁর সঙ্গে আমার তেমন পরিচিতি নেই। নতুন অভিনয়ে এসেছেন। ফ্লোরে একদিনই দেখা হয়েছিল। শ্যুটিং করেছি একসঙ্গে ওই একদিনই। আমার কাছে কিছু টিপস চেয়েছিল। আমি সাহায্য করতে ভালবাসি, তাই কিছু টিপস দিয়েছিলাম।' অন্যদিকে ঋত্বিকা জানিয়েছেন, ফ্লোরে সংলাপের বাইরে তাঁর সঙ্গে কোনও কথা হত না শাহিদের। 


চিটফান্ডের পরে এবার নিয়োগ দুর্নীতিও, অপরাধের সঙ্গে ফের একবার যোগসূত্র বিনোদন দুনিয়ার।