Vivo V27 Series: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) ভারতে লঞ্চ হতে চলেছে পয়লা মার্চ। সম্প্রতি ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভিভো ভি২৭ সিরিজের ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকবে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। এই দুই স্মার্টফোনে থাকবে 3D কার্ভড স্ক্রিন, তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ আক্ট আউট। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ভিভো ভি২৭ সিরিজের ফোনের মূল আকর্ষণ হতে চলেছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা রেয়ার প্যানেলের রঙ পরিবর্তন হবে। এই দুই ফোনে Sony IMX 776V ক্যামেরা সেনসর থাকবে।


গত বছর লঞ্চ হয়েছিল ভিভো ভি২৫ সিরিজের দুটো ফোন ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ প্রো। এই দুই ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ সিরিজের দুটো স্মার্টফোন ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো। আগামী ১ মার্চ দুপুর ১২টায় এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। একই সঙ্গে লোবাল মার্কেটেও লঞ্চ হবে ভিভো ভি২৭ সিরিজের দুট স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন কেনা যাবে। ভিভো ভি২৭ সিরিজের ফোনে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও থাকবে 'Aura Light Portrait' মোড। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে একাধিক রঙের অপশন থাকবে ভিভো ভি২৭ সিরিজের দুটি মডেলে। 


ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো ফোনের দাম


অনুমান করা হচ্ছে, ভিভো ভি২৭ ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনে থাকবে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। 


Poco C55: পোকো সি৫৫ (Poco C55) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি। এর আগে শোনা গিয়েছিল, পোকো সি৫৫ ফোন আসলে রেডমি ১২সি (Redmi 1C2) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হবে। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। রেডমি ১০সি (Redmi 10C) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। রেডমি ১০সি ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ সেনসর। রেডমির এই ফোন চিনে লঞ্চ হয়েছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 


আরও পড়ুন- এক বছরে ভারত থেকে আয় ১৪ লক্ষ কোটি টাকা, গুগল-মেটাতে দারুণ লাভ