নয়াদিল্লি: সীমান্তে কৃষক আন্দোলনকে একাধিকবার কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। আর সেই করতে গিয়ে অংশগ্রহণকারী পঞ্জাবের প্রবীণ মহিলা কৃষক মাহিন্দার কৌরকে 'শাহিনবাগের দাদি' বলেও আক্রমণ করেছেন অভিনেত্রী। এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মাহিন্দার কৌর।

কৃষক আন্দোলনের সমর্থক মাহিন্দার কৌর। ৭৩ বছর বয়সি ওই মহিলার বক্তব্য, তাঁর সঙ্গে শাহিনবাগের আন্দোলনের অন্যতম মুখ বিলকিস দাদিকে গুলিয়ে ফেলেছেন কঙ্গনা। আর তা থেকেই একের পর এক আক্রমণের তির ছুঁড়ছেন। তাঁর অভিযোগ, ট্যুইটারে একাধিকবার এই আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন কঙ্গনা।

কৌর অভিযোগ করেছেন, তিনি মারাত্মক মানসিক চাপ, যন্ত্রণা, হয়রানি, অপমান, এবং মানহানিতে ভুগছেন। কঙ্গনার মিথ্যা ও নিন্দনীয় টুইটের কারণে তিনি তাঁর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সহ-গ্রামবাসীদের কাছে খ্যাতি নষ্ট হয়েছে বলেও আক্ষেপ করেন মাহিন্দার কৌর।

শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বিক্ষোভের বিখ্যাত মুখ বিলকিস বানু। যিনি দাদি নামে পরিচিত। টুইটারে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেছেন, শাহিনবাগের 'অশিক্ষিত দাদি' কোনও তথ্য ছাড়াই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। যারা কিছু জানেন না তাঁদের এইভাবে প্রচারের মুখ করা হয়। তবে যাকে দেখে কঙ্গনা একথা বলেছিলেন তিনি আদৌ 'শাহিনবাগের দাদি' নন, তা আগেই জানা গিয়ছিল।

এদিকে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাঁকে কটাক্ষ করেন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলনের বিরোধিতা করে ট্যুইটে আক্রমণ করেন দিলজিৎকে। শুধু তাই নয়, এই বক্তব্যের জন্য নিজের হয়ে সাফাই গেয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, এক সময় খালিস্তানিদের জন্য লড়াই করেছিলাম। কিন্তু শিখরা এখন আমার বিরুদ্ধে কথা বলছে। উল্লেখ্য, কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় নেমেছেন কৃষকরা।