মুম্বই: ৫৫ বছরে পা দিলেন শাহরুখ খান। কিছুদিন আগে তাঁর এক অনুরাগী মান্নত বাংলো সম্পর্কে শাহরুখকে প্রশ্ন করেন। চলুন, কিং খান কী জবাব দিলেন দেখে নেওয়া যাক।

জানা যাচ্ছে, মান্নতের দাম প্রায় ২০০ কোটি টাকা। গোটা বাংলো তৈরি সাদা মার্বেল দিয়ে। এটি শাহরুখ ২০০১ সালে কিনেছিলেন বাই খোরসেদ ভানু সঞ্জনা ট্রাস্টের কাছ থেকে। ৪ বছর ধরে সাজিয়ে তোলার পর এর নাম রাখা হয় মান্নত। বেশ কয়েক বছর ধরে এসআরকে গোটা পরিবার সহ এখানেই থাকছেন।

নিজের জন্মদিনে এই বাংলোর ব্যালকনিতে দাঁড়িয়েই অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। প্রতি বছর অসংখ্য মানুষ সমবেত হন তাঁকে শুভেচ্ছা জানাতে। কিন্তু এ বছর করোনার জেরে তা সম্ভব নয় তাই শাহরুখ অনলাইনে পালন করবেন আজকের দিনটা।

অল্পদিন আগে টুইটারে একজন শাহরুখকে মান্নত বিক্রির ব্যাপারে জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, মানুষের সামনে মাথা নোয়ালে মান্নত পাওয়া যায়। এই বাংলোর ইন্টিরিয়র থেকে স্টাইলিং- সব করেছেন শাহরুখ পত্নী গৌরী। এরপরই পেশাদার ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি।

আদতে দিল্লির বাসিন্দা শাহরুখ মুম্বই এসে প্রথম কাজ করেন টিভি শো সার্কাস এবং ফৌজি-তে। তবে বড় পর্দায় তাঁকে পরিচিতি দেয় ডর-এর খলনায়ক চরিত্র। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মহব্বতেঁ, বীর জারা-র মত ছবি প্রমাণ করে, রোমান্সেও তিনি একইরকম স্বচ্ছন্দ।