নয়াদিল্লি: মিয়ামির হার্ড রক স্টেডিয়াম মাতল শাকিরা ও জেনিফার লোপেজের ডান্স পারফরম্যান্সে। তাঁদের এই ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। শাকিরার ডান্স দর্শকদের নজর কেড়েছে। সুপার বোওলে হাফটাইমে শাকিরার বেলি ডান্স দর্শকদের বেশ পছন্দ হয়েছে। উল্লেখ্য, শাকিরা ও জেনিফার গানের সঙ্গে সঙ্গে তাঁদের ডান্সের জন্য জনপ্রিয়।
সুপার বোওলে হাফটাইমে শাকিরা ৬৫,০০০ দর্শকের সামনে 'শি উল্ফ', 'হোয়েরেভার, হোয়েনেভার' গানে জবরদস্ত পারফরম্যান্স করেন। এছাড়াও 'আই লাইক ইট'-এর মতো গানেও শাকিরা পারফর্ম করেন। তাঁর ওয়াকা ওয়াকা গানেও পারফর্ম করে দর্শকদের মাতিয়ে দেন। ২০১০-র ফুটবল বিশ্বকাপের জন্য এই গান গাওয়া হয়েছিল।



শাকিরা ও জেনিফারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন লেডি গাগা। লেডি গাগা ট্যুইট করে শাকিরা ও জেনিফারের পারফরম্যান্সকে 'অবিশ্বাস্য' বলে অভিহিত করেছেন। লেডি গাগা বলেছেন, তিনি এই পারফরম্যান্স দারুণ উপভোগ করেছেন। উল্লেখ্য, ২০১৭-তে সুপার বোওলের হাফটাইমে পারফর্ম করেছিলেন লেডি গাগা।