কলকাতা: কোথায় বিক্রম? নিখোঁজ বিক্রম ল্যান্ডারের খবর জানার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অবশেষ নাসার এক উপগ্রহ-চিত্রে দেখা গেল বিক্রমের ধ্বংসাবশেষের ছবি। চন্দ্রপৃষ্ঠে যে সবুজ বিন্দু ধরা পড়েছে, সেটিই নাকি বিক্রমের ধ্বংসাবশেষ, এমনটাই ধারণা গবেষকদের। আর বিক্রমকে খুঁজে পাওয়ার কৃতিত্ব দেওয়া হয়েছে এদেশেরই এক কম্পিউটার প্রোগ্রামার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শন্মুগা সুব্রহ্মণ্যমকে।
নাসার বিবৃতি অনুসারে, ২৬ সেপ্টেম্বর তাদের ক্যামেরা চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি পাঠায়, ল্যান্ডারকে খোঁজার জন্য তা অনেকে ডাউনলোড করেন। পরে সুব্রহ্মণ্যমই তাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ছবির মধ্যে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তিনি।
সুব্রহ্মণ্যমের কথায়, ‘বিক্রম যদি পরিকল্পনা মাফেকই চাঁদের কক্ষপথে ল্যান্ড করত, তাহলে তা নিয়ে লোকের এত উৎসাহ তৈরি হত না। কিন্তু বিক্রম হারিয়ে যাওয়ার জন্যই মানুষের মনে এতটা প্রভাব পড়ে।’
তিনি বলেন, ছবিগুলি ডাউনলোড করার পরই নিয়ে বসে পড়েছিলেন। ৪-৫ দিন ধরে নাসার তোলা ওই জায়গার বিক্রম ধ্বংসের আগের তোলা ছবি ও পরের ছবির মধ্যে মিলিয়ে দেখেন তিনি।
‘আমি বিক্রম যেখানে ল্যান্ড করার কথা ছিল, তার উত্তরের দিকে খুঁজে দেখি। অনেক খোঁজার পর একটি ছোট বিন্দু দেখি। তারপর ওই জায়গার গত ৯ বছরের এলআরও ইমেজের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে দেখি। তারপরই বিক্রমের ধ্বংসাবশেষের সন্ধান পাই ও নাসার কাছে পৌঁছই।’, বলেন সুব্রহ্মণ্যম।
এই ব্যাপারে তাঁর দাবি সঠিক কিনা তা খতিয়ে দেখে নাসাও। তারপরই সহমত হন তাঁরা। শন্মুগার নামে ওই ধ্বংসাবশেষের নাম তারা রেখেছে এস। নাসা জানিয়েছে, ঠিক যেখানে বিক্রমের ল্যান্ড করার কথা ছিল তার ৭৫০ মিটার উত্তর পশ্চিমে ওই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘৪-৫ রাত ধরে বিক্রম ধ্বংসের আগের ও পরের উপগ্রহচিত্র মিলিয়ে দেখেছি’, ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর বললেন শন্মুগা সুব্রহ্মণ্যম
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2019 02:35 PM (IST)
অবশেষ নাসার এক উপগ্রহ-চিত্রে দেখা গেল বিক্রমের ধ্বংসাবশেষের ছবি। চন্দ্রপৃষ্ঠে যে সবুজ বিন্দু ধরা পড়েছে, সেটিই নাকি বিক্রমের ধ্বংসাবশেষ, এমনটাই ধারণা গবেষকদের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -