মুম্বই: মিশন মঙ্গল ও সান্ড কি আঁখ হিট। এবার তাপসী পান্নু করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের চরিত্র। ছবির নাম সাবাস মিঠু, আজ মিতালির ৩৭তম জন্মদিনে তাপসী নিজেই তাঁর বায়োপিকের কথা জানিয়েছেন।

তাপসী মিতালিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মিতালি বারবার দেশবাসীকে গর্বিত করেছেন। তাই পর্দায় তাঁর উজ্জ্বল সফর তুলে ধরার সুযোগ পেয়ে তিনি গর্বিত। জন্মদিনে মিতালির জন্য পছন্দসই উপহার খুঁজে পেতে হয়রান হচ্ছিলেন তিনি। তাই কথা দিয়েছেন, এমন করে পর্দায় তিনি ভারতীয় দলের অধিনায়ককে তুলে ধরবেন, যা দেখে মিতালিও গর্বিত হবেন।

(সব ছবি দেখতে বাঁ দিকে ক্লিক করুন)


আজ ৩৭-এ পা দিলেন মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করেছেন তিনি। ভারতীয় দলকে তুলেছেন বিশ্বকাপের ফাইনালে।