কলকাতা : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে একে একে তাঁর চিহ্নগুলি মুখে ফেলার চেষ্টা করেছে বিরোধীরা। এমনকী বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে তাঁর স্মৃতি বিজড়িত সৌধগুলি ধ্বংস করে ফেলেছে কট্টরপন্থীরা। অভিযোগ, জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লিগের নেতাদের বাড়ি, অনেককেই করা হয়েছে গ্রেফতার। ভারত থেকেই ক্রমাগত সমর্থকদের বার্তা দিয়ে চলেছেন শেখ হাসিনা। নব কলেবরের বাংলাদেশেও এবার বড় জয় পেল আওয়ামীপন্থীরা।  এত বিরোধিতার সত্ত্বেও , শেখ হাসিনার দল আওয়ামী লিগ,জেলা আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে । খবর বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে। 


সোমবার (২৪ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ  জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩টা পর্যন্ত চলে। এরপর রাত সাড়ে ৮ টা নাগাদ  ভোট গণনা  শেষ হয়। ভোট গণনা সম্পন্ন হওয়ার পর, নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় । দেখা যায়, আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি-জামায়াতের চেয়ে বেশি আসন পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে। 


বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে পাঁচজন, শুধু বিএনপিপন্থি প্যানেল থেকে দুজন এবং আওয়ামী লীগ প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩টি প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদে জয়লাভ করে।


বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে। জেলা আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনের ফলাফলকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে,  এই নির্বাচনের ফল  বাংলাদেশে ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হৃদকম্প বাড়াবে। একাংশের ধারণা, বাংলাদেশের ইউনূস সরকারের হাওয়া বদলে যেতে পারে আগামীতে, এই ঘটনা তারই ইঙ্গিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই নির্বাচনী ফলাফলের প্রভাব আগামী সময়ে দেশের সাধারণ নির্বাচনেও দেখা যেতে পারে। মনে করা হচ্ছে, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল বাংলাদেশি আইনজীবীদের  ইউনূস সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষেরই প্রকাশ।  


             


আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে