ভুবনেশ্বর: অপরাধমনস্কতা যে কোন পর্যায়ে যেতে পারে তার একাধিক উদাহরণ সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে আসছে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। ক্ষোভের বহিঃপ্রকাশ যে জীবন নিতে পারে তা অতীতে ঘটেছে একাধিক, তবে হালে তা যেন আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। রাজি না হলেই মৃত্যু, তাও নৃশংসভাবে, এমনই ঘটনা ঘটেছে ওড়িশার বালাসোরে। 


পুলিশ জানিয়েছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক ব্যক্তি যুবতির গলার নলি কেটে খুন করেছে। মৃতের নাম জ্যোতির্ময়ী রানা (২৫)। মৃতার মায়ের দাবি, তিন দিন আগে সোরো থানায় একজন ব্যক্তির বিরুদ্ধে হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন তিনি। ওই যুবকই তাঁর মেয়েকে খুন করেছে প্রতিহিংসা থেকে।


মায়ের কথায়, "সম্প্রতি এক যুবক আমাদের বাড়িতে আসত। আমাদের মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করার জন্য জোর দিচ্ছিল বারবার। আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। আমাদের সন্দেহ যে সে আমাদের মেয়েকে খুন করেছে"। বাঁধ মানেনি চোখের জল, মায়ের প্রত্যাখ্যানে যে মেয়ের জীবন চলে যাবে তা মেনে নিতে পারছে না মাতৃ হৃদয়।    


এদিকে সূত্রের খবর, সোরো থানায় প্রাক্তন ওসির বদলির পর বর্তমানে তাদের কোনও অফিস-ইন-চার্জ নেই। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে। তদন্ত চলছে। 


হামলার পর যে হাসপাতালে ওই যুবতীকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার একজন আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শক-এ মৃত্যু হয়েছে যুবতীর।                                                           


অন্যদিকে, মহাকুম্ভের পুণ্যস্নানে গিয়ে মর্মান্তিক পরিণতি প্রয়াগরাজে। কুম্ভে পুণ্যস্নানের কথা বলে নিজের স্ত্রী-কে নিয়ে এসেছিলেন স্বামী। কিন্তু এক দিন পর হোটেলের বাথরুমে পাওয়া গেছে ওই নারীর গলাকাটা রক্তাক্ত লাশ।  হোটেলের বাথরুমে পড়েছিল এক বধূর গলাকাটা, নিথর দেহ। হোটেলের অদূরে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় রক্তমাখা জামা। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল ত্রিবেণী সঙ্গমে। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে