নয়া দিল্লি : গাজিয়াবাদের হিন্ডনের বিমানঘাঁটি থেকে উড়ল শেখ হাসিনার বিমান। সূত্রের খবর,  সকাল ৯টা নাগাদ উড়েছে C 130 J উড়ানটি। জানা যায়, পরবর্তী গন্তব্যের দিকে উড়ে গিয়েছে বিমানটি । সকলের নজর ছিল, শেখ হাসিনার বিমানের দিকে। কোথায় যাচ্ছে তা জানতে সকলেই নজর রেখেছিলেন । কিন্তু জানা গেল, বিমানই উড়েছে, তাতে হাসিনা ছিলেন না। 


সূত্রের খবর, বিমানটি ফাঁকাই উড়ে গিয়েছে। তাতে ছিলেন না হাসিনা । বিমান ফিরেছে বাংলাদেশেই । আর তিনি রয়ে গিয়েছেব গাজিয়াবাদে। হিন্ডন এয়ারবেসেরই। সে কথা সর্বদল বৈঠকে জানান জয় শঙ্কর। 


সংবাদসংস্থা জানায়, ৭ জন সেনা আধিকারিককে নিয়ে ওই  বিমান বাংলাদেশে ফিরে গিয়েছে। শেখ হাসিনা ভারতেই আছেন, তারপরেই সর্বদল বৈঠকে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, খবর সূত্রের। 


গতকালই বিকেলে বাংলাদেশ থেকে হাসিনা আসেন ভারতে। তার আগে অবধি জল্পনা ছিল, হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছিল ব্রিটেন। তাই তিনি ভারতের গাজিয়াবাদে নামেন। রাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারপর থেকেই দেশের মানুষের মধ্যে প্রশ্ন, এরপর কোথায় যাবেন হাসিনা ? 


আর তারপর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশের অবস্থা । ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। BSF-এর DG দলজিৎ সিং চৌধুরী আজ পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা আজ। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে চালানো হচ্ছে নজরদারি।  


শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই  অশান্ত পরিস্থিতি বাংলাদেশেন। ঢাকা-সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষ, গুলি। শুধু সোমবারই ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদপত্র প্রথম আলোয় বলা হয়েছে, ১৬ জুলাই থেকে গত ২১ দিনে বাংলাদেশে চারশো চল্লিশ জন প্রাণ হারিয়েছেন। যশোরে আওয়ামি লিগের নেতা শাহিন চাকলাদারের হোটেলে ৯ জনকে পুড়িয়ে মারা হয়েছে। চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা।  


আরও পড়ুন :


প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।