ঢাকা: বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে পৌরহিত্য করছে দিল্লি। ব্রিটেন, আমেরিকা মুখ ফিরিয়ে নিলেও রাশিয়া, বেলারুশ, কাতার এবং আমিরশাহির সঙ্গে আলোচনা চলছে। কিন্তু হাসিনা-পুত্র সজীয় ওয়াজেদ জয় জানালেন, আপাতত ভারত ছেড়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার। (Sheikh Hasina)
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সজীব জানান, ভারত থেকে অন্য়ত্র যাবেন বলে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দিল্লিতেই আছেন হাসিনা। ভাল আছেন তিনি। হাসিনার কন্যাও সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতেই থাকেন। তিনি মায়ের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন সজীব। তবে দিল্লিতে এসে উঠলেও, হাসিনার মন ভাল নেই বলে জানিয়েছেন ছেলে। (Sajeeb Wazed)
সজীব জানিয়েছেন, যে দেশের জন্য মুজিবুর রহমান প্রাণ দিয়েছেন, গোটা পরিবারকে প্রাণ হারাতে হয়েছে, যে দেশের জন্য তিনি নিজে জেল খেটেছেন, উন্নয়নের কাজ করেছেন, সেই দেশের মানুষ তাঁকে এভাবে অপমান করে বের করে দেবেন, আক্রমণ করতে যাবেন, এটা হাসিনাও কল্পনা করতে পারছেন না। পরিবারের বাকিরাও কল্পনা করতে পারেননি। (Bangladesh Situation)
হাসিনা যে পদত্যাগ করবেন, তা একদিন আগে জানতে পারেন বলে জানিয়েছেন সজীব। তাঁর দাবি, পদত্যাগের আগে ঘোষণা হয়। সংবিধান অনুযায়ী হস্তান্তর হয় ক্ষমতার। সে পরিকল্পনাই ছিল। কিন্তু গণভবনের দিকে লং মার্চ শুরু হলে সকলে ভীত হয়ে পড়েন। হাসিনাকে সঙ্গে সঙ্গেই দেশ ছাড়তে বলা হয়।
এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামি লিগের নেতাদের প্রাণ কার্যত বিপন্ন। বুধবার সকাল পর্যন্ত ২৯ জন নেতা খুন হয়েছেন বলে খবর। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির হাল ধরতে কি এগিয়ে যাবেন তিনি? সজীব জানিয়েছেন, এই মুহূর্তে রাজনীতিতে পদার্পণের কোনও পরিকল্পনাই নেই তাঁর। বাংলাদেশে তাঁদের ফেরার সম্ভাবনা কতটা? সজীব জানান, এই নিয়ে তিন-তিনবার তাঁদের পরিবারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটল। সব হারিয়ে পালাতে হয়েছে তাঁদের। পরিবারের অনেকে আগেই বিদেশে আশ্রয় নিয়েছেন। সেখানেই অভ্যস্ত হয়ে গিয়েছেন সকলে। শুধু তিনি এবং এবং তাঁর মা-ই এতদিন বাংলাদেশে ছিলেন।
হাসিনা এবং তাঁর বোন রেহানা এখনও পর্যন্ত দিল্লিতেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ভারতের তরফে অন্য দেশে তাঁর হয়ে রাজনৈতিক আশ্রয়ের খোঁজ চলছে বলে জানা গিয়েছে। সে নিয়ে এখনই বিশদে কোনও তথ্য প্রকাশ করা হয়নি যদিও। তবে সজীব জানিয়েছেন, ভারত থেকে অন্যত্র গিয়ে আশ্রয় নেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই হাসিনার।