নয়াদিল্লি : জল্পনা ছিল। সেইমতো ভারতে অবতরণ করল শেখ হাসিনার বিমান। গাজিয়াবাদে পৌঁছেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া শেখ হাসিনার C-130 বিামন। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ করে। বাংলাদেশ সেনার মালবাহী বিমানে ভারতে এসেছেন হাসিনা, এমনই খবর পিটিআই সূত্রের। তবে, কিছুক্ষণের জন্য তিনি ভারতে থাকবেন বলে সূত্রের খবর। এমনকী সূত্র মারফৎ এমনও জানা গিয়েছে যে, ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তিনি ভারত থেকেই লন্ডন উড়ে যাবেন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, ব্রিটিশ সরকার তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছে। 


গতকাল থেকে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশে। এদিন দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির সেই আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নেয়। বাংলাদেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্র 'প্রথম আলো' সূত্রের খবর, হামলাকারীরা ঢাকার ধানমাণ্ডিতে থাকা শেখ হাসিনার ব্যক্তিগত বাড়ি সুধা সদনেও হামলা চালায়। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, সেই বাড়ি থেকে জিনিসপত্রও লুঠ করেন বিক্ষোভকারীরা। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে নেন বোনকে। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। বাংলাদেশের ক্ষমতা দখল করে সেনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করা হবে বলে জানিয়ে দেন সেদেশের সেনাপ্রধান।


সাংবাদিক বৈঠক করে তিনি বিক্ষুব্ধদের উদ্দেশে সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, 'সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এসব থেকে বিরত হন। প্রতিটা হত্যার বিচার করা হবে। আমরা আজ সুন্দরভাবে কথা বলেছি। (বাংলাদেশের) সমস্ত প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা এসেছিলেন। আমরা সুন্দর আলোচনা করেছি। আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনাদের যত দাবি আছি সেগুলো পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব।  আমি নিশ্চিত যে, আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।