কলকাতা : বাংলাদেশে ( Bangladesh Protest ) চাঞ্চল্যকর ছবি। প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীদের দখলে। এবার বঙ্গবন্ধুর মূর্তিতে প়ড়ল হাতুড়ির ঘা। টুকরো টুকরো করা হচ্ছে মুজিবর রহমনের মূর্তি। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা ( Hasina )।

  


দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পেলেন না শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নিল জনতা। বন্ধ করে দেওয়া হল বাংলাদেশের মোবাইল পরিষেবা। ফুটছে বাংলাদেশ। বাংলাদেশের রাস্তা এখন  সেনাবাহিনীর দখলে। রাস্তায় নেমে পড়েছে সাঁজোয়া গাড়ি। পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। 

দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। । স্থানীয় সময় বিকেল তিনটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান । স্থানীয় সময় বিকেল চারটেয় বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, খবর সূত্রের। স্থানীয় সময় দুপুর আড়াইটেয় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা । 


এদিকে জ্বলছে গোটা বাংলাদেশ। সেনাপ্রধান শান্তি বজায় রাখার কথা বললেও, বাংলাদেশে অশান্তির পারদ নামেনি। চারিদিকে জ্বলছে আগুন।  

ভারতের সীমান্তে হাই অ্যালার্ট 


প্রতিবেশী বাংলাদেশ অশান্ত। এই পরিস্থিতিতে কলকাতায় এসেছেন বিএসএফের ডিজি ।  সুরক্ষা বাড়ানো হয়েছে ইন্দো-বাংলাদেশ সীমান্তে । বাংলাদেশ সীমান্তবর্তী ৪ হাজার ৯৬ কিমি এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার। এখন পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকে কড়া নজর রাখছে ভারত।       

পরবর্তী আপডেট 
দুপুর সাড়ে সাড়ে তিনটে :
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন,তাঁরা বঙ্গবভনে যাবেন। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি বারবার বিক্ষোভকারীদের শান্ত হওয়ার পরামর্শ দেন। 


বিকেল ৪ টে : ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে,  দাউ দাউ করে জ্বলছে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে এগিয়ে আসে।  


বিকেল সাড়ে ৪ টে : প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, আওয়ামী লিগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়ে দেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেলে দিকে দিকে আওআমী লিগের দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয়।  ঢাকায় আওয়ামী লিগের অফিসের পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।   


আরও পড়ুন :


বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা, হাসিনা দেশ ছাড়ার পরই ভাঙা শুরু মুজিবরের মূর্তি