ঢাকা (বাংলাদেশ) : শেখ হাসিনা দেশ ছাড়তেই সেনার দখলে বাংলাদেশ। সাংবাদিক বৈঠক করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তাঁর সাংবাদিক বৈঠকের আগেই সেনার উদ্দেশে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনার পুত্র। হাজার হাজার বিক্ষোভকারী হাসিনার পদত্যাগের দাবিতে সরব হতেই একটি ফেসবুক পোস্টে হাসিনা-পুত্র সাজিব ওয়াজেদ জয় সেনার উদ্দেশে আর্জি জানান, দেশের মানুষ এবং দেশকে নিরাপদে রাখার। এর পাশাপাশি তিনি নিজের আশঙ্কার কথাও তুলে ধরেন।


ফেসবুকে নিজের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সেনার উদ্দেশে তিনি বলেন, 'মিলিটারির প্রতি আমার আহ্বান, আপনাদের দায়িত্ব আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। দেশকে, দেশের সংবিধানকে নিরাপদ রাখা। সংবিধানকে রক্ষা করা । তার মানে এক মিনিটের জন্যও কোনও অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। কারণ, সেটা হলে আমরা আবার পাকিস্তানের মতো হয়ে যাব। আমাদের এই যে ১৫ বছরের উন্নয়ন...সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনও দিন ফিরে আসবে না। আমি সেটা চাই না, আপনারাও সেটা চান না। যতদিন আমার পক্ষে সম্ভব, আমি সেটা হতে দেব না।'




তিনি আরও বলেন, 'আমরা যতই তাঁদের ছাড় দিতে থাকি, যতই তাঁদের দাবি মেনে নিতে থাকি, কিছুতেই তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা খালি দাবি বাড়িয়ে যাচ্ছেন। এখন দাবি হচ্ছে সরকারের পতন (সেইসময় ইস্তফা দেননি হাসিনা)। কিন্তু, সরকারের পতন হওয়ার পর কী হবে ? এটা কেউ ভেবেছে ? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার গড়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কোনও অনির্বাচিত সরকার এক মিনিটের জন্যও ক্ষমতা নিতে পারবে না। তাদের নির্বাচনের দাবিও যদি মেনে নিই, যত তাঁদের দাবি মেনে নিয়েছি, তত তাঁদের দাবি বেড়েই যাচ্ছে। তার মানে আমরা যদি সরকার পতনের দাবি মেনেও নিই, তাঁরা তখন দাবি করবেন , এই সরকারের আন্ডারে নির্বাচন মানব না। তখন কী হবে ? এটা কেউ ভেবেছে ? জানি, আমাদের সুশীল সমাজ এনিয়ে আলোচনা করছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।