মুম্বই: প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের জন্য প্রকাশ্যে বিচার চেয়েছিলেন অভিনেতা শেখর সুমন। কিন্তু সেই প্রতিবাদী মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। তাঁর দাবি, সুশান্তের পরিবারের এ ব্যাপারে নীরবতা তাঁকে অস্বস্তিতে ফেলেছে।


গত মাসের ১৪ তারিখ সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দাবি করে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু অনেকের দাবি, আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে। এই মঞ্চেই যোগ দেন শেখর সুমন, তিনিও তুলে ধরেন ষড়যন্ত্রের তত্ত্ব। দাবি করেন, যা দেখা যাচ্ছে, তাই ঠিক নয়, তার পিছনে আরও কিছু রয়েছে। সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে তিনি রোজ টুইট করছিলেন। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখায় শেখর টুইট করেন, অবশেষে একটু খুশি হওয়ার মত কিছু পাওয়া গেল।

কিন্তু সেই শেখরই পরপর টুইট করে জানিয়েছেন, এই বিচার চাওয়ার আন্দোলনে তিনি আর থাকবেন না। সুশান্তের পরিবার এ ব্যাপারে এগনোর জন্য তাঁকে কোনও ইঙ্গিত দেয়নি। এ নিয়ে তারা পুরোপুরি চুপ। ফলে তিনি অস্বস্তিতে পড়েছেন। সুশান্তের জন্য বিচার চাওয়া হবে কিনা তা তাঁর পরিবারের ব্যাপার, সকলের তা সম্মান করা উচিত।


একই সঙ্গে শেখর বলেছেন, তিনি সকলের পিছনে নীরব শক্তি হিসেবে থাকবেন। একবার ডাকলেই হাজির হবেন। সুশান্ত বিচার পেলে সব থেকে বেশি খুশি হবেন তিনি। সুব্রহ্মণ্যম স্বামীকেও ধন্যবাদ জানিয়েছেন।


সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি তাঁর ভাইয়ের অনুরাগীদের অনুরোধ করেছেন, ঈশ্বরে ভরসা রাখতে, তিনিই ন্যায় বিচার করবেন। যে ধরনের ভালবাসা ও সমর্থন অনুরাগীদের থেকে তাঁরা পেয়েছেন, তাতে তিনি আপ্লুত। এই কঠিন সময়ে অসংখ্য মানুষ তাঁদের শক্তি যুগিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। ঈশ্বরে ভরসা রাখুন, তাঁর বিচার আসবেই, প্রার্থনা করতে থাকুন। লিখেছেন শ্বেতা।