মুম্বই: অল্পের জন্য রক্ষা। মহারাষ্ট্রে প্রচারে বেরিয়ে আক্রান্ত শিবসেনা সাংসদ ওমরাজে নিম্বলকর। ছুরিকাহত সাংসদ বড় দুর্ঘটনার থেকে বাঁচলেন তাঁর হাত ঘড়ির জন্য। পুলিশ জানিয়েছে, বুধবার মহারাষ্ট্রের ওসমানবাদ জেলায় প্রচারে বেরিয়ে ছুরিকাহত হয়েছেন শিবসেনা সাংসদ। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।
পদোলি নাইগাওঁ গ্রামে মিছিল চলাকালীন এক ব্যক্তি তার দলবল নিয়ে সাংসদের দিকে হাত মেলানোর জন্য এগিয়ে আসে। শিবসেনা সাংসদ হাত বাড়াতেই তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনার নিমেষের মধ্যে ওই স্থান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
উল্লেখ্য, লোকসভার সাংসদ ওমরাজে নিম্বলকরের বাবা পবনরাজে নিম্বলকর ২০০৬ সালে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের কাছে আততায়ীদের হাতে খুন হন। কংগ্রেস নেতা পবনরাজে নিম্বলকরের খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন সাংসদ পদমসিন পাতিল।