নয়াদিল্লি: সর্বসম্মতিতে মনোনয়ন পেশ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষে পদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার মনোনয়ন পেশের পরই বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে তাঁর নামের ওপর সিলমোহর পরে যায়। আর তারপরই ভারতীয় ক্রিকেট মহল তো বটেই বিদেশ থেকেও শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। সচিন, লক্ষ্মণের মতো সতীর্থরা তো বটেই সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর নেতৃত্বে খেলা মহম্মদ কাইফ, হরভজন সিংহর মতো ক্রিকেটাররাও। শুভেচ্ছা বার্তা এসেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের পক্ষ থেকেও। সৌরভকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ তারকা কেভিন পিটারসেন, অজি ক্রিকেটার ব্র্যাড হজ। প্রত্যুত্তর দিলেন সৌরভও।
২০০১ সালে হরভজনকে তুলে নিয়ে আসার নেপথ্যে ছিলেন সৌরভ। স্পিনের ভেল্কিতেই সেবার স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। পরে ২০০৩ সালের বিশ্বকাপেও হরভজনের ওপরই আস্থা রেখেছিলেন সৌরভ। অনিল কুম্বলের মতো কিংবদন্তী থাকা সত্ত্বেও হরভজন ছিলেন দলের অন্যতম আক্রমণের হাতিয়ার। এবারও সময় এসেছে সেভাবেই পারফরম করার। হরভজনের শুভেচ্ছার প্রত্যুত্তরে সৌরভের জবাব, “তোমার সমর্থন চাই।”
বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর হরভজন ট্যুইট করেছেন, “তুমি এমন একজন নেতা যে বাকিদের নেতা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছ। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য তোমাকে অভিনন্দন।” উত্তরে সৌরভ লেখেন, “ধন্যবাদ ভাজ্জু। ভারতকে ম্যাচ জেতাতে যেভাবে বল করতে সেভাবেই সমর্থন করো।”