নয়াদিল্লি: কেন্দ্রকে কড়া ভাষায় বিঁধল শিবসেনা। দলীয় মুখপত্র সামনাতে নাম না করে কেন্দ্রকে কটাক্ষ করেছে তারা। শুধু তাই নয় একইসঙ্গে ইউপিএ চেয়ারম্যান পরিবর্তন করা উচিত বলেও সওয়াল করেছে তারা। চেয়ারম্যান পদের জন্য শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেছে শিবসেনা। প্রশ্ন তুলেছে রাহুল গাঁধীর নেতৃত্ব নিয়েও।


শিবসেনার বক্তব্য, সব বিজেপি বিরোধী দলকে একজোট হতে হবে। তারা উল্লেখ করেছে, প্রিয়ঙ্কা গাধীঁকে গ্রেফতার করা হচ্ছে। সারা দেশে রাহুল গাঁধীকে কটাক্ষ করা হচ্ছে। মহারাষ্ট্র সরকারকে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা গণতন্ত্র নয়।  শিবসেনা বলেছে, একমাস ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকরা। বিরোধীরা কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছেন। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এতে কোনও পরোয়া করছেন না। কেন্দ্র আদৌ গুরুত্ব দিচ্ছে না, কারণ দেশের বিরোধীরা দুর্বল। বিরোধীদের পরিস্থিতি এমনই যে, শূন্য গ্রাম, যাকে শক্তিশালী করে তুলতে নতুন নেতৃত্বের প্রয়োজন। সরাসরি কংগ্রেসের সমালোচনা করে সামনা-র নিবন্ধে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন-ইউপিএ এখন অনেকটা এনজিও-র মতো। এনসিপি ছাড়া ইউপিএ-র শরিকদলগুলির মধ্যে অন্য কোনও দল কৃষক আন্দোলনকে গুরুত্ব সহকারে দেখছে বলে মনে হচ্ছে না। শিবসেনা বলেছে, জাতীয় পর্যায়ে শরদ পাওয়ার শক্তপোক্ত ব্যক্তিত্ব। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর কথা শোনেন এবং তাঁর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ছেন, কেন্দ্র তাঁকে ধাক্কা দিতে চাইছে। এ ধরনের পরিস্থিতিতে জানা গিয়েছে যে, তিনি এনসিপি প্রধানের সমর্থন চেয়েছেন। এখন পাওয়ার তাঁর সঙ্গে দেখা করতে বাংলায় যাবেন। এটা কংগ্রেসের নেতৃত্বে হওয়া উচিত ছিল। কিন্তু ইউপিএ দুর্বল এবং ভবিষ্যতের কোনও নেতা নেই।

বর্তমানে ইউপিএ প্রধান কংগ্রেস সভাপতি সোনিয়া গাঁধী। দিনকয়েক আগে জল্পনা তৈরি হয় ইউপিএ প্রধান হতে পারেন শরদ পাওয়ার। কিন্তু এই জল্পনা উড়িয়ে দেয় এনসিপি। সংবাদমাধ্যমকে এনসিপি প্রধান মুখপাত্র মহেশ তাপসী জানান, “সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউপিএ প্রধান হতে চলেছেন  শরদ পাওয়ার। এই খবর একেবারেই ভুয়ো। ভিত্তিহীন খবর মিডিয়ার। জাতীয় কংগ্রেসের সঙ্গে ইউপিএ জোটের কোনও কথা হয়নি।“ কৃষক আন্দোলন থেকে নজর ঘোরানোর জন্য এই খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি এই খবর ভুল বলে জানিয়েছেন খোদ শরদ পাওয়ার। তবে শরদ পাওয়ার প্রধান হলে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।