মুম্বই: শিবসেনার ৫ বছর আদিত্য ঠাকরের জন্য উপমুখ্যমন্ত্রী পদে রাজি হওয়া উচিত বলে অভিমত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিভল্যুশনারি পার্টি অব ইন্ডিয়া (আরপিআই) নেতা রামদাস আঠওয়ালে। মহারাষ্ট্রে সরকার গঠনে জট অব্যাহত রয়েছে শিবসেনার অনড় অবস্থানে। ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতার বন্টন চেয়ে তারা বিজেপিকে চাপ দিচ্ছে, আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন দলের যুবনেতা, বাকি আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকুন দেবেন্দ্র ফঢ়নবিশ। বিজেপি এটা মানতে নারাজ।

এই প্রেক্ষাপটে আঠওয়ালে বলেছেন, পালা করে মুখ্যমন্ত্রী পদ ভাগ করতে বিজেপি রাজি হবে বলে মনে হয় না, তবে শিবসেনাকে ৫ বছরের জন্য উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া যায়। শিবসেনার আদিত্য ঠাকরেকে উপমুখ্যমন্ত্রী করায় সম্মত হওয়া উচিত, দেবেন্দ্র ফঢ়নবিশ মুখমন্ত্রী হোন। আমার ফর্মূলা হল, জনমত তাদের পক্ষে, অতএব বিজেপি, শিবসেনার একজোট থাকা উচিত। অবশ্যই এনডিএ প্রত্যাশামাফিক আসন পায়নি, তবুও সংখ্যগরিষ্ঠতা তো আছেই।
পাশাপাশি তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পদের দাবিদার অবশ্যই বিজেপি করতে পারে। শিবসেনা বলছে, তাদের মাত্র ১২৪টা আসন দেওয়া হয়েছে। কেন্দ্রে ওদের মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে।
দুদলের সঙ্গেই তিনি কথা বলবেন, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দেবেন বলে জানান আঠওয়ালে। বলেন, সামনের ৪-৫ দিনের মধ্যেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে বলে আশা করছি।
বিজেপি-শিবসেনা জোটের মহারাষ্ট্র বিধানসভায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে। বিজেপি ১০৫টি আসন পেয়েছে, শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬।