‘সুস্থ হয়ে উঠুন অমিতজি। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।‘ এমনই ট্যুইট করেছেন পাকিস্তানের প্রাক্তন পেস-ত্রাস শোয়েব আখতার।


ক্রিকেটারদের মধ্যে শুধু রাওয়ালপিন্ডি এক্সপ্রেসই নন, সচিন তেন্ডুলকর, যুবরাজ সিংহ থেকে শুরু করে বহু নামী ক্রিকেটার ট্যুইট করেন সুস্থতার প্রার্থনায়। সচিন লেখেন, টেক কেয়ার অমিতজি। প্রার্থনা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।


যুবরাজ সিংহ অমিতাভের উদ্দেশে লেখেন, আপনার জন্য গোটা দেশ প্রার্থনা করছে। আপনি বরাবরই লড়াকু মানুষ। মনের জোরে, অন্তরের শক্তিতে এবারও আপনি জিতবেন নিশ্চিত। আপনার দ্রুত সুস্থতার কামনা করছি।