নয়াদিল্লি: কোয়ারেন্টাইনে যেতে বলেছিলেন ডাক্তাররা। কিন্তু সেই পরামর্শ তুড়ি মেরে উড়িয়ে ধুমধাম করে বিয়ের পার্টি দিলেন তেলঙ্গানার এক ব্যক্তি। তিনি ফ্রান্স থেকে ফেরার পর ডাক্তাররা কম করে ১৪ দিন তাঁকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলেন। কিন্তু তিনি সেকথা কানে তোলেননি। দেশে ফেরার সাতদিনের মধ্যে ওয়ারাঙ্গলে বিয়ের পার্টির আয়োজন করা হয়। তিনি হায়দরাবাদ থেকে সেখানে যান। হাজারের বেশি লোকজন সেখানে এসেছিলেন, যাঁদের কয়েকজন আবার স্থানীয় ভিআইপি। কেননা পাত্রের কাকার এলাকায় আইনজীবী হিসাবে বেশ নামডাক আছে।
সূত্রের খবর, সেখানে কেউই মাস্ক পরেননি। দেশব্য়াপী নোভেল করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের মধ্যেই এই খবর প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসে প্রশাসন। পার্টিতে আসা লোকজনের মাধ্যমে বিপজ্জনক ভাইরাস ছড়়িয়ে পড়েছে কিনা, আশঙ্কা দেখা দিয়েছে। তাদের খুঁজে বের করা হবে কিনা, সেই আলোচনাও চলছে।
ওই ব্যক্তিকে ধরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রিসেপশন পার্টির তোড়জোড় চলছিল। তাও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, তেলঙ্গানায় এপর্যন্ত আটটি করোনাভাইরাস সংক্রমণের নিশ্চিত খবর মিলেছে। দেশে করোনাভাইরাসে প্রথম মারা যাওয়া ব্যক্তি হায়দরাবাদে চিকিত্সা করাতে গিয়েছিলেন। বিয়ে-থা সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।