ক্যালিফোর্নিয়া: সমুদ্রতটের ধারে হোটেলের বারান্দায় জড়ো হয়ে পার্টি করছিলেন একদল। হঠাৎ তার মাঝেই বিপত্তি। সমুদ্রতটের ধারে থাকা বোল্ডারের ঠিক উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা। সৌভাগ্যবশত বারান্দাটি খুব উঁচু না হওয়ায় বড়সড় বিপত্তি ঘটেনি। তবে কমবেশি আহত হয়েছেন অনেকেই। আর বারান্দা ভেঙে পড়ার সেই মুহূর্তের ভিডিও সামনে এসেছে। হাড়হিম করা সেই ভিডিও মুহূর্তেই হয়েছে ভাইরাল। ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালিবু অঞ্চলের।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে উইকএন্ড উপলক্ষ্যে একদল সমুদ্র উপকূলের ধারে থাকা রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে পার্টি করছেন। তার মাঝেই হঠাৎ বিপত্তি। সবাইকে নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বারান্দা। সবাই একসঙ্গে আছাড় খেয়ে গিয়ে পড়েন বারান্দার নীচে থাকা সমুদ্রতটের বোল্ডারগুলির উপর।
ঘটনার তদন্ত করতে নেমে পুলিশ এই সিসিটিভির ফুটেজটি জোগাড় করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে গত ৮ মে ঘটনাটি ঘটেছিল। বারান্দা ভেঙে নীচে সমুদ্রতটের পাশে থাকা বোল্ডারের উপর পড়ে যাওয়ায় বেশ কিছুজন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা কিছুটা গুরুতর। তবে সৌভাগ্যবশত, কারোর মৃত্যু হয়নি এই দুর্ঘটনায়।
বারান্দা ভেঙে নীচে পড়ে গিয়েছিলেন যারা তাদের মধ্যে দু'জন গুরুতর আহতের এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ওই সময় বারান্দায় প্রায় ২০ জন ছিলেন। সৌভাগ্যবশত সমুদ্রতট থেকে বারান্দাটি খুব উঁচুতে ছিল না, নাহলে হয়তো আরও বড় বিপদ ঘটতে পারত।
ওই পার্টিতে হাজির এক প্রত্যক্ষদর্শী বলেছেন, 'আমি ওইসময় ঘরের ভিতরে এসেছিলাম। হঠাৎই একটা তীব্র আওয়াজ পাই। পিছন ঘুরে দেখি বারান্দাটা ভেঙে পড়েছে। ছুটে এসে দেখি আমার বন্ধু-বান্ধবীরা বোল্ডারের উপর পড়ে। কী ভয়াবহ ছিল ওই মুহূর্তটা তা ভাষায় প্রকাশ করতে পারব না।'
এই দুর্ঘটনার পরই রিসর্টটিকে ব্যবহারের অযোগ্য ঘোষণা করে তদন্ত শুরু করেছে পুলিশ। সমুদ্রের পাড়ে গড়ে ওঠা রিসর্টটি তৈরি করার সময় সবরকম গাইডলাইন মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।