মুম্বই:  প্রতিদিনের রেকর্ড প্রতিদিন ব্রেক করছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে একদিনে করোনা-আক্রান্তর সংখ্যায় ফের রেকর্ড রবিবার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬,৭৬৭। একদিনে মৃত্যুর সংখ্যা ১৪৭। সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানকার হাসপাতালগুলিরই ভয়াবহ চিত্র উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, বারবার।

কিছুদিন আগে মুম্বইয়ের সিয়ন হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল করোনা-মৃতদেহ ঘণ্টার পর ঘণ্টা পড়ে আছে রোগীদের পাশে। এবিপি আনন্দ ওই ভিডিওর সত্যতা যাচাই না করলেও, হাসপাতালের এক উচ্চপদস্থ কর্মী কার্যত তাদের বেহাল দশার কথা স্বীকার করেই নেন।
এখন প্রকাশ্যে এল রাজাওয়াড়ি হাসপাতালের ভিডিও।

সেখানে দেখা যাচ্ছে, প্লাস্টিকে মোড়া দেহ পড়ে আছে। তার আরেক পাশে এক মহিলা রোগী। অন্য দিকে আরেক মহিলা ভিডিও রেকর্ড করছেন। তিনি বলছেন...রোগীদের পাশেই মৃতদেহ পড়ে ১০-১২ ঘণ্টা!  তিনি আরও বলেন, মৃতা মৃত্যুর আগে তাঁর থেকে জল চেয়েছিল, কিন্তু সুরক্ষা সরঞ্জাম বা জল কিছুই না থাকায়, সেটুকু দিতে পারেননি। তাঁর অভিযোগ মৃত্যুর পর হাসপাতালের কর্মীরা দেহটি প্লাস্টিকে জড়িয়ে ফেলে চলে গেলেন। করোনা রোগীর দেহ সবার মাঝে এমন বিপজ্জনক অবস্থায় পড়ে।
এই ছবি প্রকাশ্যে এলে হাসপাতালের ডিন বিদ্যা ঠাকুর জানান, রোগীর মৃত্যুর পর নিয়মকানুন পালন করতে আধঘণ্টা তো লাগবেই। এর মধ্যে মৃতর বাড়ির লোক এলে, দেহ তাদের হাতে তুলে দিতে হয়। ততক্ষণ তো প্লাস্টিকে দেহ জড়ানো থাকে। তাতে ঝুঁকির কিছু নেই।

এই ঘটনা আরও একবার হাসপাতালে করোনা রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলল।