কলকাতা: একেই ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে দক্ষিণবঙ্গে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের, তার ওপর এই পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গে ক্রমশঃ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। রবিবার রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ২০৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৬৭। বর্তমানে চিকিৎসাধীন ২ হাজার ৫৬ জন। করোনায় মৃতের সংখ্যা ২০০। কোমরবিডিটির জেরে মৃত্যু হয়েছে ৭২ জনের। অর্থাৎ রাজ্যে মোট করোনা আক্রান্তের মৃত্যু ২৭২। এখনও অবধি সুস্থ হয়েছেন ১,৩৩৯ জন।
এখনও অবধি রাজ্যে করোনা টেস্ট হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪ জনের। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। চতুর্থ স্থানে হুগলি। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।
সারা দেশেই করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ৩ হাজার ৮৬৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮ জন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪৪১।
তবে সবচেয়ে বিপদের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা একদিনের নিরিখে সর্বাধিক। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের।
দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ। ওই রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত। মৃত ১ হাজার ৫৭৭ জন। এরপরই আছে গুজরাত। ওই রাজ্যে ১৩ হাজার ৬৬৪ জন করোনা আক্রান্ত। ৮২৯ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে ৬ হাজার ৩৭১ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ২৮১। রাজধানী দিল্লিতে ২৩১ জনের মৃত্যু হয়েছে। ওই রাজ্যে আক্রান্ত ১২ হাজার ৯১০ জন। রাজস্থানে ১৬০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৪২ জন।