নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক। মৃ্ত্যু হয়েছে তাঁর স্ত্রীর। আয়ুষ্মান মন্ত্রকের প্রতিমন্ত্রী নায়কের আপ্ত-সহায়কেরও মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, কর্ণাটকের আঙ্কোলায় দুর্ঘটনা। আগামীকাল গোয়া যাওয়ার কথা ছিল মন্ত্রীর। কর্ণাটকের কোল্লুর থেকে ফেরার পথে দুর্ঘটনা।

কেন্দ্রীয় আয়ূষ এবং প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর গোয়ার সাংসদ শ্রীপাদ নায়েক। উত্তর কন্নড় জেলায় আঙ্কোলায় দুর্ঘটনাটি ঘটে। সোমবার সন্ধে ৭টা নাগাদ ঘটে এই ঘটনায গাড়িতে ছিলেন মন্ত্রীর পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ইল্লেপুরে পুজো দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সহ তাঁর পরিবারের সদস্যরা। গোকর্ণ যাওয়ার জন্য ৬৩ নম্বর জাতীয় সড়ক থেকে একটি রাস্তায় তাঁদের গাড়ি ঘোরানো হয়। কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এরপর নিয়ে যাওয়া হয় গোয়ার একটি হাসপাতালে। সেখানে বিজয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।  হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়িটি। দুমড়েমুচড়ে যায় গাড়ির সিংহগভাগ অংশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীপাদের চিকিৎসার জন্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তকে সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রীপাদর স্ত্রীর মৃত্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সহ অনেকেই। টুইটারে কেজরীবাল লিখেছেন, দুর্ঘটনায় বিজয়া নায়েকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েকের দ্রুত আরোগ্য কামনা করি। তাঁকে এবং তাঁর পরিবারকে শক্তি দিন ঈশ্বর।